দেশের অন্যতম বৃহৎ নদী তিস্তা আশ্বিনেই পানিশূন্য হয়ে পড়েছে। একসময়কার প্রমত্তা এ নদীর বুকজুড়ে জেগে উঠেছে ধু-ধু বালুচর। তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের হতাশা বাড়িয়ে দিচ্ছে প্রিয় নদীর এ বিপন্ন দশা। শুষ্ক মৌসুম আসার আগেই নদী হতশ্রী অবস্থা ধারণ করায় চাষাবাদের অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন তারা। তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ এখন গড়ে ৬৫ হাজার কিউসেকের নিচে। যেখানে এ সময় পানি থাকার কথা প্রায় ১ লাখ ২৬ হাজার কিউসেক। প্রতিদিনই কমছে তিস্তার পানি। ভারতের গজলডোবায় প্রবেশমুখে ও লালমনিরহাটের দোয়ানিতে ব্যারাজ নির্মাণ করে এ নদীর দুর্বার গতি রোধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে তিস্তার স্রোত ঘুরিয়ে দিয়ে তার বুক থেকে তুলে নেওয়া হয়েছে পানি নামের জীবন। যার ফলে মরে যাচ্ছে একসময়ের প্রমত্তা তিস্তা। এখন পাড়ে দাঁড়ালে বাতাসে শুনতে পাওয়া যায় ক্ষীণকায় তিস্তার গুমরে কান্নার শব্দ। তিস্তার বুকজুড়ে এখন শুধুই ধু-ধু বালুচর। ব্যারাজের ৪৪টি জলকপাটের সবই বন্ধ। ফলে যতটুকু পানি পাওয়া যায় তা ঘুরিয়ে পাঠানো হয় তিস্তার সেচ খালে। পরিণতিতে মূল নদী থাকে প্রায় পানিশূন্য। এবার আশ্বিনেই পানিশূন্য হয়ে পড়েছে তিস্তা। ব্যারাজের খানিকটা উজান ও ভাটিতে জেগেছে বিস্তীর্ণ চর। তিস্তার পানিবণ্টনে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল এক যুগ আগে। দুই দেশের মধ্যে সমঝোতা হয়- নদীর পানি ভাগ করে নেওয়া হবে আধাআধি। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হওয়ার কথাও ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তিতে প্রতিবেশী দেশকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সিদ্ধান্তহীনতায় ভুগছে দিল্লি সরকার। তিস্তার পানি প্রত্যাহার প্রতিবেশী দুই বন্ধু দেশের সম্পর্কে বিসংবাদ সৃষ্টি করছে এক যুগের বেশি সময় ধরে। সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের স্বার্থে তিস্তার পানিবণ্টনে মুক্তিযুদ্ধের বন্ধু দেশ প্রতিশ্রুতি রাখবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
তিস্তার কান্না
প্রতিবেশী দেশের সুমতি প্রত্যাশিত
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর