দেশের অন্যতম বৃহৎ নদী তিস্তা আশ্বিনেই পানিশূন্য হয়ে পড়েছে। একসময়কার প্রমত্তা এ নদীর বুকজুড়ে জেগে উঠেছে ধু-ধু বালুচর। তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের হতাশা বাড়িয়ে দিচ্ছে প্রিয় নদীর এ বিপন্ন দশা। শুষ্ক মৌসুম আসার আগেই নদী হতশ্রী অবস্থা ধারণ করায় চাষাবাদের অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন তারা। তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ এখন গড়ে ৬৫ হাজার কিউসেকের নিচে। যেখানে এ সময় পানি থাকার কথা প্রায় ১ লাখ ২৬ হাজার কিউসেক। প্রতিদিনই কমছে তিস্তার পানি। ভারতের গজলডোবায় প্রবেশমুখে ও লালমনিরহাটের দোয়ানিতে ব্যারাজ নির্মাণ করে এ নদীর দুর্বার গতি রোধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে তিস্তার স্রোত ঘুরিয়ে দিয়ে তার বুক থেকে তুলে নেওয়া হয়েছে পানি নামের জীবন। যার ফলে মরে যাচ্ছে একসময়ের প্রমত্তা তিস্তা। এখন পাড়ে দাঁড়ালে বাতাসে শুনতে পাওয়া যায় ক্ষীণকায় তিস্তার গুমরে কান্নার শব্দ। তিস্তার বুকজুড়ে এখন শুধুই ধু-ধু বালুচর। ব্যারাজের ৪৪টি জলকপাটের সবই বন্ধ। ফলে যতটুকু পানি পাওয়া যায় তা ঘুরিয়ে পাঠানো হয় তিস্তার সেচ খালে। পরিণতিতে মূল নদী থাকে প্রায় পানিশূন্য। এবার আশ্বিনেই পানিশূন্য হয়ে পড়েছে তিস্তা। ব্যারাজের খানিকটা উজান ও ভাটিতে জেগেছে বিস্তীর্ণ চর। তিস্তার পানিবণ্টনে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল এক যুগ আগে। দুই দেশের মধ্যে সমঝোতা হয়- নদীর পানি ভাগ করে নেওয়া হবে আধাআধি। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হওয়ার কথাও ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তিতে প্রতিবেশী দেশকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সিদ্ধান্তহীনতায় ভুগছে দিল্লি সরকার। তিস্তার পানি প্রত্যাহার প্রতিবেশী দুই বন্ধু দেশের সম্পর্কে বিসংবাদ সৃষ্টি করছে এক যুগের বেশি সময় ধরে। সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের স্বার্থে তিস্তার পানিবণ্টনে মুক্তিযুদ্ধের বন্ধু দেশ প্রতিশ্রুতি রাখবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’