রাজধানীর মিরপুরের পরিচিতি সেই পাকিস্তান আমল থেকে ক্রাইমজোন হিসেবে। মুক্তিযুদ্ধে হাজার হাজার বাঙালি বধের ঘটনা ঘটিয়েছে ‘বিহারি’ নামের কৃতঘ্নরা। মিরপুরে অবাধে ঘটত বাঙালি নারীর সম্ভ্রমহানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের পর সারা দেশে লাল সবুজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিন ধরে মিরপুরের নিয়ন্ত্রণ ছিল বিহারি নামের পাকিস্তানিদের হাতে। স্বাধীনতার পর মিরপুর রাজধানীর বর্ধিষ্ণু এলাকায় পরিণত হয়। বিহারি নামের আটকে পড়া পাকিস্তানিরা ওই এলাকায় এখনো বসবাস করলেও তাদের আগের দাপট নেই বললেই চলে। তবে স্বাধীনতার আগে থেকেই ক্রাইমজোন হিসেবে মিরপুরের যে কুখ্যাতি তা গত ৫০ বছরেও খুব একটা কমিয়ে আনা সম্ভব হয়নি। গত তিন মাসে মিরপুরের সাতটি থানা এলাকা থেকে ৪২৪ মেয়েশিশু-কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মিরপুর থেকে আরও ৭৫ শিশু-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সব নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ শর বেশি। এর মধ্যে ৩৯৫ কিশোরী এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বা নিজেরাই পরিবারে ফিরে এসেছে। অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিখোঁজ শিশু-কিশোরীদের একাংশ ছেলেবন্ধুদের সঙ্গে ঘর ছাড়লেও ছেলেদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ঘটনা নেই বললেই চলে। প্রায় সব জিডিই করেছেন মেয়েশিশু-কিশোরীদের অভিভাবকরা। শিশু-কিশোরীদের ঘর ছেড়ে পালানোর প্রবণতা রোধে মিরপুরে সামাজিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এটি একটি ভালো সিদ্ধান্ত। কিশোরী-তরুণীদের উধাও হওয়ার প্রবণতা থামাতে মিরপুরের সাতটি থানা এলাকার কিশোর ও তরুণদের ওপর সামাজিক নজরদারি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বখাটের অভয়ারণ্য বৃহত্তর মিরপুরের আইনশৃঙ্খলার উন্নয়নে কিশোর গ্যাংগুলোর অস্তিত্ব ভেঙে দিতে হবে শক্ত হাতে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ