রাজধানীর মিরপুরের পরিচিতি সেই পাকিস্তান আমল থেকে ক্রাইমজোন হিসেবে। মুক্তিযুদ্ধে হাজার হাজার বাঙালি বধের ঘটনা ঘটিয়েছে ‘বিহারি’ নামের কৃতঘ্নরা। মিরপুরে অবাধে ঘটত বাঙালি নারীর সম্ভ্রমহানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের পর সারা দেশে লাল সবুজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিন ধরে মিরপুরের নিয়ন্ত্রণ ছিল বিহারি নামের পাকিস্তানিদের হাতে। স্বাধীনতার পর মিরপুর রাজধানীর বর্ধিষ্ণু এলাকায় পরিণত হয়। বিহারি নামের আটকে পড়া পাকিস্তানিরা ওই এলাকায় এখনো বসবাস করলেও তাদের আগের দাপট নেই বললেই চলে। তবে স্বাধীনতার আগে থেকেই ক্রাইমজোন হিসেবে মিরপুরের যে কুখ্যাতি তা গত ৫০ বছরেও খুব একটা কমিয়ে আনা সম্ভব হয়নি। গত তিন মাসে মিরপুরের সাতটি থানা এলাকা থেকে ৪২৪ মেয়েশিশু-কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মিরপুর থেকে আরও ৭৫ শিশু-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সব নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ শর বেশি। এর মধ্যে ৩৯৫ কিশোরী এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বা নিজেরাই পরিবারে ফিরে এসেছে। অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিখোঁজ শিশু-কিশোরীদের একাংশ ছেলেবন্ধুদের সঙ্গে ঘর ছাড়লেও ছেলেদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ঘটনা নেই বললেই চলে। প্রায় সব জিডিই করেছেন মেয়েশিশু-কিশোরীদের অভিভাবকরা। শিশু-কিশোরীদের ঘর ছেড়ে পালানোর প্রবণতা রোধে মিরপুরে সামাজিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এটি একটি ভালো সিদ্ধান্ত। কিশোরী-তরুণীদের উধাও হওয়ার প্রবণতা থামাতে মিরপুরের সাতটি থানা এলাকার কিশোর ও তরুণদের ওপর সামাজিক নজরদারি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বখাটের অভয়ারণ্য বৃহত্তর মিরপুরের আইনশৃঙ্খলার উন্নয়নে কিশোর গ্যাংগুলোর অস্তিত্ব ভেঙে দিতে হবে শক্ত হাতে।
শিরোনাম
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’