রাজধানীর মিরপুরের পরিচিতি সেই পাকিস্তান আমল থেকে ক্রাইমজোন হিসেবে। মুক্তিযুদ্ধে হাজার হাজার বাঙালি বধের ঘটনা ঘটিয়েছে ‘বিহারি’ নামের কৃতঘ্নরা। মিরপুরে অবাধে ঘটত বাঙালি নারীর সম্ভ্রমহানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের পর সারা দেশে লাল সবুজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিন ধরে মিরপুরের নিয়ন্ত্রণ ছিল বিহারি নামের পাকিস্তানিদের হাতে। স্বাধীনতার পর মিরপুর রাজধানীর বর্ধিষ্ণু এলাকায় পরিণত হয়। বিহারি নামের আটকে পড়া পাকিস্তানিরা ওই এলাকায় এখনো বসবাস করলেও তাদের আগের দাপট নেই বললেই চলে। তবে স্বাধীনতার আগে থেকেই ক্রাইমজোন হিসেবে মিরপুরের যে কুখ্যাতি তা গত ৫০ বছরেও খুব একটা কমিয়ে আনা সম্ভব হয়নি। গত তিন মাসে মিরপুরের সাতটি থানা এলাকা থেকে ৪২৪ মেয়েশিশু-কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মিরপুর থেকে আরও ৭৫ শিশু-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সব নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ শর বেশি। এর মধ্যে ৩৯৫ কিশোরী এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বা নিজেরাই পরিবারে ফিরে এসেছে। অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিখোঁজ শিশু-কিশোরীদের একাংশ ছেলেবন্ধুদের সঙ্গে ঘর ছাড়লেও ছেলেদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ঘটনা নেই বললেই চলে। প্রায় সব জিডিই করেছেন মেয়েশিশু-কিশোরীদের অভিভাবকরা। শিশু-কিশোরীদের ঘর ছেড়ে পালানোর প্রবণতা রোধে মিরপুরে সামাজিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এটি একটি ভালো সিদ্ধান্ত। কিশোরী-তরুণীদের উধাও হওয়ার প্রবণতা থামাতে মিরপুরের সাতটি থানা এলাকার কিশোর ও তরুণদের ওপর সামাজিক নজরদারি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বখাটের অভয়ারণ্য বৃহত্তর মিরপুরের আইনশৃঙ্খলার উন্নয়নে কিশোর গ্যাংগুলোর অস্তিত্ব ভেঙে দিতে হবে শক্ত হাতে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে