রাজধানীর মিরপুরের পরিচিতি সেই পাকিস্তান আমল থেকে ক্রাইমজোন হিসেবে। মুক্তিযুদ্ধে হাজার হাজার বাঙালি বধের ঘটনা ঘটিয়েছে ‘বিহারি’ নামের কৃতঘ্নরা। মিরপুরে অবাধে ঘটত বাঙালি নারীর সম্ভ্রমহানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের পর সারা দেশে লাল সবুজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিন ধরে মিরপুরের নিয়ন্ত্রণ ছিল বিহারি নামের পাকিস্তানিদের হাতে। স্বাধীনতার পর মিরপুর রাজধানীর বর্ধিষ্ণু এলাকায় পরিণত হয়। বিহারি নামের আটকে পড়া পাকিস্তানিরা ওই এলাকায় এখনো বসবাস করলেও তাদের আগের দাপট নেই বললেই চলে। তবে স্বাধীনতার আগে থেকেই ক্রাইমজোন হিসেবে মিরপুরের যে কুখ্যাতি তা গত ৫০ বছরেও খুব একটা কমিয়ে আনা সম্ভব হয়নি। গত তিন মাসে মিরপুরের সাতটি থানা এলাকা থেকে ৪২৪ মেয়েশিশু-কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মিরপুর থেকে আরও ৭৫ শিশু-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। সব নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ শর বেশি। এর মধ্যে ৩৯৫ কিশোরী এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বা নিজেরাই পরিবারে ফিরে এসেছে। অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিখোঁজ শিশু-কিশোরীদের একাংশ ছেলেবন্ধুদের সঙ্গে ঘর ছাড়লেও ছেলেদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ঘটনা নেই বললেই চলে। প্রায় সব জিডিই করেছেন মেয়েশিশু-কিশোরীদের অভিভাবকরা। শিশু-কিশোরীদের ঘর ছেড়ে পালানোর প্রবণতা রোধে মিরপুরে সামাজিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এটি একটি ভালো সিদ্ধান্ত। কিশোরী-তরুণীদের উধাও হওয়ার প্রবণতা থামাতে মিরপুরের সাতটি থানা এলাকার কিশোর ও তরুণদের ওপর সামাজিক নজরদারি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বখাটের অভয়ারণ্য বৃহত্তর মিরপুরের আইনশৃঙ্খলার উন্নয়নে কিশোর গ্যাংগুলোর অস্তিত্ব ভেঙে দিতে হবে শক্ত হাতে।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
ক্রাইমজোন মিরপুর
বখাটেদের নিয়ন্ত্রণে কঠোর হোন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর