পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের যথেচ্ছার কাছে গত দুই দিন জিম্মি ছিল সারা দেশের মানুষ। পরিবহন ধর্মঘটে অশেষ ভোগান্তির সম্মুখীন হয়েছে লাখ লাখ যাত্রী। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কোনো নোটিস ছাড়াই ধর্মঘট ডেকে জনভোগান্তি নিশ্চিত করে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অশুভ জোট। তাদের যুক্তি, লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি যানবাহন চলাচলের খরচ বাড়াবে। তারা জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার নতুবা যাত্রী ভাড়া বৃদ্ধির দাবি তুলেছেন। জ্বালানির মূল্যবৃদ্ধি যানবাহনের ব্যয় বৃদ্ধি করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনায় না বসে জোর যার মুল্লুক তার নীতি অনুসরণে পরিবহন ধর্মঘট ডাকা কতটা যৌক্তিক ভেবে দেখার বিষয়। প্রশ্ন ওঠে, ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করতে যারা জনদুর্ভোগ সৃষ্টি করেছেন তারা আট বছর আগে ডিজেলের দাম হ্রাস করা হলেও বাস ভাড়া সে অনুপাতে কমাননি কেন? ধর্মঘট ডাকা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে তার উদ্দেশ্য যদি হয় জনদুর্ভোগ সৃষ্টি করে সুবিধা আদায় তা কোনোভাবেই কাক্সিক্ষত নয়। আমরা নীতিগতভাবে জ্বালানির দাম স্থিতিশীল রাখার পক্ষে। তবে স্বীকার করতেই হবে, দেশ সব ধরনের জ্বালানির ক্ষেত্রে আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যে হারে বেড়েছে তাতে মূল্যবৃদ্ধির বিকল্প খুঁজে পাওয়া সত্যিকার অর্থেই কঠিন। পরিবহন মালিক ও শ্রমিকরাও সরকারের সঙ্গে বৈঠকে মূল্যবৃদ্ধির কোনো বিকল্প প্রস্তাব দিয়েছেন বলে আমাদের জানা নেই। আমরা আশা করব ভবিষ্যতে পরিবহনসংক্রান্ত যে কোনো সমস্যায় তারা সরকার তথা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধানে উপনীত হওয়ার চেষ্টা করবেন। ডিজেলসহ জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ যাত্রীদের কোনো দায় নেই। তাদের জিম্মি করে ধর্মঘটের ডাক দিয়ে যা-ই হোক সুবুদ্ধির পরিচয় দেওয়া হয়নি। এ প্রবণতার অবসান কাম্য।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ