অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। স্বেচ্ছায় নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি মন্ত্রিসভা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন। এ পদত্যাগে মানসিক রোগীর মতো যা ইচ্ছা তা-ই বলার যে প্রবণতা তার মধ্যে দেখা গিয়েছিল তা থেকে আপাতত রক্ষা পেল দেশ ও জাতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি শিষ্টাচার -বহির্ভূত বক্তব্য দেওয়ায় নানা মহল থেকে ডা. মুরাদের অপসারণের দাবি ওঠে। খোদ সরকার ও আওয়ামী লীগের মধ্যেও সমালোচনার সৃষ্টি হয়। তিন দিন আগে ফাঁস হওয়া ডা. মুরাদের একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কথোপকথনে একজন চলচ্চিত্র নায়িকাকে তিনি যেভাবে অশোভন প্রস্তাব দেন তাতে প্রশ্ন ওঠে এমন দুর্বিনীতরা মন্ত্রী থাকেন কীভাবে। তাই নারীনেত্রী ও ছাত্রলীগ নেতা-কর্মীরাও মুরাদের পদত্যাগ দাবি করেন। সোমবার সকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় বেজে ওঠে তথ্য প্রতিমন্ত্রীর বিদায় ঘণ্টা। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন বিতর্কিত এই ব্যক্তিকে মন্ত্রিসভায় দেখতে চাই না। প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। ডা. মুরাদ হাসান দল ও মন্ত্রিসভার জন্য যে বিড়ম্বনা সৃষ্টি করেছেন তাতে অতি শিগগিরই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে তেমন আভাসই মিলেছে। এর ফলে তার সংসদ সদস্য পদও বাতিল হতে পারে। মন্ত্রিসভা থেকে ঝরে পড়া ডা. মুরাদ হাসানের বাবা ছিলেন একজন নীতিমান রাজনীতিক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। তবে ডা. মুরাদ পৈতৃক সুনামের বদৌলতে সংসদ সদস্য ও মন্ত্রী হলেও বাবার ভাবমূর্তির জন্যই বিড়ম্বনা সৃষ্টি করেছেন। মন্ত্রিসভা থেকে আবর্জনা বাদ দেওয়ার সময়োচিত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রশংসায় সিক্ত হয়েছেন। আশা করা যায় দুর্বিনীতদের বিরুদ্ধে তাঁর কঠোর মনোভাব অব্যাহত থাকবে।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
প্রতিমন্ত্রীর পদত্যাগ
আবর্জনামুক্ত হলো মন্ত্রিসভা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর