শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

যেভাবে বাংলার নবাব

সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলা সুবার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক ছিল। সেখানে রাজস্ব আদায়ের হার ছিল খুব কম। কিন্তু তখন মুঘল সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেজন্য বাংলার রাজস্বব্যবস্থা সংস্কারের জন্য দেওয়ান হিসেবে নিযুক্ত করে করতলব খানকে বাংলায় পাঠান আওরঙ্গজেব। তিনি বাংলার দেওয়ান হয়ে ঢাকায় (তৎকালীন জাহাঙ্গীরনগর) পৌঁছেন। তখন বাংলার নাজিম ছিলেন সম্রাটের নাতি আজিম-উশ-শান। বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। তাঁর দেহরক্ষীর সংখ্যা ছিল কয়েক হাজার। করতলব খান খরচ কমাতে তাঁর ৭ হাজার দেহরক্ষীকে কর্মচ্যুত করেন। এ ঘটনায় নাজিম ক্রোধান্বিত হয়ে যান। তাঁর নির্দেশে দেহরক্ষীরা পথিমধ্যে করতলব খানকে অপদস্থ করেন। তিনি বুঝতে পারলেন ঢাকায় অবস্থান করা তাঁর জন্য নিরাপদ নয়। তিনি সম্রাটকে তাঁর অবস্থার কথা জানান। আওরঙ্গজেব তৎক্ষণাৎ বাংলার রাজস্ব বিভাগ ঢাকা থেকে ভাগীরথীর তীরবর্তী মকসুদাবাদে স্থানান্তর করেন। নাজিমকেও পাটনায় পাঠিয়ে বাংলাকে নায়েবের শাসনের অন্তর্ভুক্ত করেন। আজিম-উশ-শানের বদলির পর করতলব খান স্বাধীনভাবে বাংলার রাজস্ব সংস্কারের কাজে হাত দেন।

জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর