বাংলাদেশকে বলা হয় পানির দেশ। এত বেশি নদ-নদী পৃথিবীর কোনো দেশে নেই। মিঠা পানির উৎস হিসেবে বাংলাদেশ এগিয়ে। তার পরও নিরাপদ পানির অভাব এ দেশে এখনো প্রকট। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বাজেটপূর্ব সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দেশের মাত্র ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়। আর নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে ৩৯ শতাংশ মানুষের। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পরে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) যুগে এখন আমরা। এসডিজির লক্ষ্যমাত্রার ধরনে কিছু মানগত পার্থক্য রয়েছে। এমডিজিতে শুধু পানি পাওয়ার লক্ষ্য ছিল। এসডিজির লক্ষ্য নিরাপদ পানির ব্যবস্থা। পানি মানেই নিরাপদ নয়। দেশের ৯৮ শতাংশ মানুষ পানি পেলেও ২০২১ সাল পর্যন্ত নিরাপদ পানি পেয়েছে ৫৯ শতাংশ মানুষ। তাই নিরাপদ পানি নিশ্চিতকরণে নজর দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যানিটেশন উপখাতেও অগ্রগতির ধারা উদ্বেগজনক। এমডিজির সময় উন্মুক্ত স্থানে মলত্যাগ নির্মূলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করে। জাতীয় অগ্রাধিকার সূচক অনুযায়ী শতভাগ মানুষের জন্য নিরাপদ স্যানিটেশনব্যবস্থা সেবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে ২০২১ সাল পর্যন্ত অগ্রগতি মাত্র ৩৯ শতাংশ। তার মধ্যে গ্রামে ৪২ ও শহরে ৩৪ শতাংশ। রাজধানীসহ নগরগুলোয় ওয়াসার মাধ্যমে যে পানি সরবরাহ করা হয় তা না ফুটিয়ে পান করা রীতিমতো বিপজ্জনক। উন্মুক্ত স্থানে মলত্যাগ নির্মূলে বাংলাদেশের সাফল্য প্রশংসা অর্জন করলেও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা বিরাজ করছে তা দুর্ভাগ্যজনক। পানির আরেক নাম জীবন। দেশে নিরাপদ পানির ব্যবস্থা না করতে পারা নিঃসন্দেহে ব্যর্থতা। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকারকে এ প্রশ্নে আরও যত্নবান হতে হবে। আসন্ন বাজেটে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বাড়তি মনোযোগ দেওয়া হবে এমনটি প্রত্যাশিত।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ