বাংলাদেশকে বলা হয় পানির দেশ। এত বেশি নদ-নদী পৃথিবীর কোনো দেশে নেই। মিঠা পানির উৎস হিসেবে বাংলাদেশ এগিয়ে। তার পরও নিরাপদ পানির অভাব এ দেশে এখনো প্রকট। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বাজেটপূর্ব সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দেশের মাত্র ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়। আর নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে ৩৯ শতাংশ মানুষের। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পরে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) যুগে এখন আমরা। এসডিজির লক্ষ্যমাত্রার ধরনে কিছু মানগত পার্থক্য রয়েছে। এমডিজিতে শুধু পানি পাওয়ার লক্ষ্য ছিল। এসডিজির লক্ষ্য নিরাপদ পানির ব্যবস্থা। পানি মানেই নিরাপদ নয়। দেশের ৯৮ শতাংশ মানুষ পানি পেলেও ২০২১ সাল পর্যন্ত নিরাপদ পানি পেয়েছে ৫৯ শতাংশ মানুষ। তাই নিরাপদ পানি নিশ্চিতকরণে নজর দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যানিটেশন উপখাতেও অগ্রগতির ধারা উদ্বেগজনক। এমডিজির সময় উন্মুক্ত স্থানে মলত্যাগ নির্মূলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করে। জাতীয় অগ্রাধিকার সূচক অনুযায়ী শতভাগ মানুষের জন্য নিরাপদ স্যানিটেশনব্যবস্থা সেবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে ২০২১ সাল পর্যন্ত অগ্রগতি মাত্র ৩৯ শতাংশ। তার মধ্যে গ্রামে ৪২ ও শহরে ৩৪ শতাংশ। রাজধানীসহ নগরগুলোয় ওয়াসার মাধ্যমে যে পানি সরবরাহ করা হয় তা না ফুটিয়ে পান করা রীতিমতো বিপজ্জনক। উন্মুক্ত স্থানে মলত্যাগ নির্মূলে বাংলাদেশের সাফল্য প্রশংসা অর্জন করলেও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা বিরাজ করছে তা দুর্ভাগ্যজনক। পানির আরেক নাম জীবন। দেশে নিরাপদ পানির ব্যবস্থা না করতে পারা নিঃসন্দেহে ব্যর্থতা। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকারকে এ প্রশ্নে আরও যত্নবান হতে হবে। আসন্ন বাজেটে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বাড়তি মনোযোগ দেওয়া হবে এমনটি প্রত্যাশিত।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
টেকসই উন্নয়ন
নিরাপদ পানি ও স্যানিটেশনে গুরুত্ব দিন
প্রিন্ট ভার্সন
