সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। বলেন, মাদক নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণই নয়, যুবসমাজকে মাদকদ্রব্যের ছোবল থেকে রক্ষার কাজও করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য প্রতিবেশী দেশ থেকে মাদকের অনুপ্রবেশ ঠেকাতেও তৎপর তারা। ২০২০-২১ সালে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ মাদকসংশ্লিষ্ট ২০ হাজারের বেশি মামলা হয়েছে। ভয়ংকর মাদক ইয়াবা ও আইস মিয়ানমার থেকে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে দেশকে এ ব্যাপারে অনুরোধ করলেও তারা কথা রাখেনি। মিয়ানমার সীমান্তে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডোপ পরীক্ষার জন্য আইন পাসের সিদ্ধান্তটি খুবই তাৎপর্যপূর্ণ। আইন হলে মাদকসেবীদের জন্য সব সরকারি চাকরির দ্বার রুদ্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ঠাঁই পাবে না মাদকাসক্তরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশ আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করছে। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় মাদকবিরোধী প্রচার বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে ‘মাদককে না বলুন’ প্রচার যোগ করার পক্ষে মত দেওয়া হয়। মাদকবিরোধী অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন প্রণয়নের সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবিদার। তবে এটি যাতে বজ্র আঁটুনি ফসকা গেরোয পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
ডোপ টেস্ট
বজ্র আঁটুনি ফসকা গেরো যেন না হয়
প্রিন্ট ভার্সন
