চিকিৎসা খাতে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে প্রতি বছর। করোনাকালে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা প্রায় থেমে গেলেও আবার শুরু হয়েছে সে স্রোত। বিশ্ব অর্থনৈতিক মন্দাকালেও ব্যয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। শুধু উচ্চবিত্ত কিংবা ধনীরা নয়, নিম্নবিত্তরাও চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন ভারতে। চিকিৎসার নামে দেশে অব্যবস্থাপনা ও মানহীনতার যাচ্ছেতাই অবস্থা চলছে। এ থেকে মুক্তি পেতে নিম্নবিত্তরা দেশে তাদের স্বজনদের চিকিৎসা করানোর চেয়ে ভারতে চিকিৎসা করাকে সাশ্রয়ী বলে ভাবছেন। যে কারণে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দূতাবাসে মেডিকেল ভিসার জন্য ভিড় বাড়ছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা; আর বেসরকারিতে আস্থার সংকট, প্রতারণার ফাঁদ। উচ্চবিত্তের বিদেশ যাওয়ার প্রবণতা এসব কারণ আরও উসকে দিচ্ছে। ভালো সেবার আশায় মধ্যবিত্ত এমনকি নিম্নমধ্যবিত্তরাও প্রতিদিনই ছুটছেন বিদেশ। উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে শত শত কোটি টাকা। গত দুই বছর কভিড-১৯ সংক্রমণের কারণে বিদেশযাত্রায় ছিল নানা বিধিনিষেধ। ভারতের সঙ্গে স্থলপথে সীমান্ত দীর্ঘ সময় বন্ধ থাকায় যেতে পারেননি রোগীরা। সীমান্ত খুলতেই মেডিকেল ভিসার জন্য ভিড় বেড়ে গেছে ভিসা সেন্টারগুলোয়। থাইল্যান্ড, সিঙ্গাপুরে যাওয়া রোগীর ভিড়ও ঊর্ধ্বমুখী। প্রতি বছর বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন টাকা খরচ করেন। দূরবর্তী অগ্রসর দেশগুলো তো বটেই ভারতে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশের চেয়ে বেশি খরচ হওয়ার কথা। তবে আনুষঙ্গিক খরচ ধরলে ভারতে বাংলাদেশের চেয়ে সাশ্রয়ী খরচে চিকিৎসা করা যায়। দেশে চিকিৎসক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতি মানুষের আস্থার সংকট বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। যা এড়াতে দেশে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে কঠোর হতে হবে। প্রতারণা বন্ধে নিতে হবে কঠোর মনোভাব।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
বিদেশে চিকিৎসা
বন্ধ হোক অব্যবস্থাপনা ও প্রতারণা
প্রিন্ট ভার্সন
