চিকিৎসা খাতে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে প্রতি বছর। করোনাকালে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা প্রায় থেমে গেলেও আবার শুরু হয়েছে সে স্রোত। বিশ্ব অর্থনৈতিক মন্দাকালেও ব্যয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। শুধু উচ্চবিত্ত কিংবা ধনীরা নয়, নিম্নবিত্তরাও চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন ভারতে। চিকিৎসার নামে দেশে অব্যবস্থাপনা ও মানহীনতার যাচ্ছেতাই অবস্থা চলছে। এ থেকে মুক্তি পেতে নিম্নবিত্তরা দেশে তাদের স্বজনদের চিকিৎসা করানোর চেয়ে ভারতে চিকিৎসা করাকে সাশ্রয়ী বলে ভাবছেন। যে কারণে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দূতাবাসে মেডিকেল ভিসার জন্য ভিড় বাড়ছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে অব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা; আর বেসরকারিতে আস্থার সংকট, প্রতারণার ফাঁদ। উচ্চবিত্তের বিদেশ যাওয়ার প্রবণতা এসব কারণ আরও উসকে দিচ্ছে। ভালো সেবার আশায় মধ্যবিত্ত এমনকি নিম্নমধ্যবিত্তরাও প্রতিদিনই ছুটছেন বিদেশ। উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে শত শত কোটি টাকা। গত দুই বছর কভিড-১৯ সংক্রমণের কারণে বিদেশযাত্রায় ছিল নানা বিধিনিষেধ। ভারতের সঙ্গে স্থলপথে সীমান্ত দীর্ঘ সময় বন্ধ থাকায় যেতে পারেননি রোগীরা। সীমান্ত খুলতেই মেডিকেল ভিসার জন্য ভিড় বেড়ে গেছে ভিসা সেন্টারগুলোয়। থাইল্যান্ড, সিঙ্গাপুরে যাওয়া রোগীর ভিড়ও ঊর্ধ্বমুখী। প্রতি বছর বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন টাকা খরচ করেন। দূরবর্তী অগ্রসর দেশগুলো তো বটেই ভারতে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশের চেয়ে বেশি খরচ হওয়ার কথা। তবে আনুষঙ্গিক খরচ ধরলে ভারতে বাংলাদেশের চেয়ে সাশ্রয়ী খরচে চিকিৎসা করা যায়। দেশে চিকিৎসক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতি মানুষের আস্থার সংকট বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। যা এড়াতে দেশে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে কঠোর হতে হবে। প্রতারণা বন্ধে নিতে হবে কঠোর মনোভাব।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
বিদেশে চিকিৎসা
বন্ধ হোক অব্যবস্থাপনা ও প্রতারণা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর