শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বয়সের বাধ্যবাধকতা

শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়

জ্ঞানচর্চাকে নির্দিষ্ট গন্ডিতে আটকে রাখা মূর্খতাকে প্রশ্রয় দেওয়ার শামিল। ইসলামে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানচর্চাকে উৎসাহিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বুধবার শিক্ষা ক্ষেত্রে বয়স ও সময়ের বাধ্যবাধকতা আরোপের বিরোধিতা করেছেন। বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাত্র একবার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। কোথাও কোথাও দুবারের সুযোগ রাখা হয়েছে। আবার শিক্ষার বিভিন্ন স্তরের কোথাও কোথাও ভর্তিতে বয়সেরও বাধ্যবাধকতা আছে। একদিকে আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি অন্যদিকে তাদের ভর্তিতে বয়স ও সময়ের এ বাধ্যবাধকতা করে দিচ্ছি, এটি থাকা উচিত নয়। দেশের উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনবিষয়ক সম্মেলন ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কিছু করার আছে। সারা বিশ্ব যখন সুযোগ অবারিত করার কথা বলছে সবকিছুতে, যখন জীবনব্যাপী শিক্ষার কথা বলা হচ্ছে তখন সব জায়গায় দেয়াল তোলা অযৌক্তিক। শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত হতে হবে। উচ্চশিক্ষায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সমালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান করারও তাগিদ দেন তিনি। অ্যাক্রেডিটেশনবিষয়ক সম্মেলনে শিক্ষামন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যের দাবিদার এবং তা সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আশা করা যায়। বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বয়স ও সময়ের গন্ডি ভাঙা হলে জ্ঞানার্জনের সত্যিকারের উৎসাহীরা শিক্ষার্থী হওয়ার সুযোগ পাবেন। দেশ ও জাতির বিকাশে তা অবদান রাখতে সমর্থ হবে। শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির যে সমালোচনা করেছেন তা-ও খুব প্রাসঙ্গিক। সত্যিকারের যোগ্যদের জন্য উচ্চশিক্ষার সুযোগ থাকা উচিত। ঢালাও উচ্চশিক্ষার নামে শিক্ষিত বেকার সৃষ্টি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সামগ্রিক জাতীয় চাহিদার দিকে লক্ষ্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার দিকে নজর দেওয়া বাঞ্ছনীয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর