ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট-বিআরটির বাস্তবায়ন ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও কবে শেষ হবে তা এখনো এক বড় মাপের প্রশ্ন। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এর নির্মাণ ব্যয় দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে। সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করে নির্মাণ ব্যয় বাড়ানো প্রকল্পসংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও ঠিকাদারদের মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বিআরটির ক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি। সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় যেখানে প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তাব্যক্তিদের জবাবদিহির মধ্যে আনার কথা তার বদলে নির্মাণ ব্যয় বাড়িয়ে তাদের পুরস্কৃত করা হয়েছে। স্মর্তব্য, ঢাকা-গাজীপুর মহাসড়কে যানজট নিরসনে ২০১২ সালে সরকার দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প হাতে নেয়, যা ২০১৬ সালে শেষ হওয়ার কথা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান গেজুবা গ্রুপ কোম্পানি লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। ২০ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে বাস র্যাপিড ট্রানজিট রুট নির্মাণ কাজ চলতে থাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক এখন অসংখ্য খানাখন্দে ভর্তি। মাঝরাতেও যাত্রীদের যানজটে আটকে থাকতে হয়। দুই অংশ ভাগ করে কাজ চলছে প্রকল্পের। এক অংশে তিন দফা এবং আরেক অংশে দুই দফা বেড়েছে প্রকল্পের মেয়াদ। প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা। মেয়াদ বাড়ায় ব্যয় দ্বিগুণের বেশি বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। বলা হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে খুঁড়িয়ে চলছে প্রকল্পের কাজ। সোজা কথায় দেশের মানুষের ২ হাজার ১০০ কোটির বেশি টাকা গচ্চা যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে। একইভাবে প্রায় এক দশক ধরে প্রকল্প বাস্তবায়নের জন্য ভোগান্তিতে ভুগছে লাখ লাখ মানুষ। বিআরটি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বরাদ্দ বাড়ানো বিচ্ছিন্ন ঘটনা নয়। জনগণের টাকার শ্রাদ্ধ করে নিজেদের পকেট পূর্তিতে কারা জড়িত সে বিষয়ে তদন্ত হওয়া উচিত।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
বাস র্যাপিড ট্রানজিট
জনগণের টাকা অপচয়ের তদন্ত হোক
প্রিন্ট ভার্সন
