বাংলাদেশ রেলওয়ে যেন লুটেপুটে খাওয়ার অভয়ারণ্যে পরিণত হয়েছে। দুনিয়ার প্রায় সব দেশের রেলওয়ে লাভের মুখ দেখলেও লাখ লাখ কোটি টাকার এ প্রতিষ্ঠান শুধু লোকসানই করে চলছে। আরব্য উপন্যাসের থিপ অব বাগদাদের সহচরদের কারণে এ প্রতিষ্ঠানের লাভের মুখ দেখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যাত্রীসেবার নামে হয়রানি বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যের অংশ। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও দেখা মেলে টিকিটহীন যাত্রীর। রেলওয়ের টিকিট চেকারদের উৎকোচ দিয়ে তারা অবাধে চলাচলের অধিকার পায়। ছয়টার ট্রেন কয়টায় ছাড়ে এমন উদ্ভট প্রশ্ন এ রাষ্ট্রীয় পরিবহনের যাত্রীদের ভাগ্যলিপির অংশ হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ের সম্পত্তি লুট ঘটছে অহরহ। কমলাপুরের আগে ঢাকার প্রথম রেলস্টেশন ছিল রাজধানীর ফুলবাড়িয়ায়। সেই পুরনো স্টেশনের ৩.৯৭ একর জমি বর্তমানে বেদখল। স্বাধীনতার ৫০ বছর পার হলেও লাখো কোটি টাকার সে সম্পদ উদ্ধার করা যায়নি। এ জমি নিয়ে তিনটি মামলা হয়েছে। একটির রায় রেলের পক্ষে হলেও বাকি দুটি এখনো চলমান। পাশের আনন্দবাজারে ২.৮৭ একর রেলের জমি দখলে নিয়ে সাত তলা মার্কেট গড়ে তোলা হয়েছে। রাজনৈতিক কারণে ওই জায়গা উদ্ধার সম্ভব হচ্ছে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষে। ফুলবাড়িয়া ও আনন্দবাজার শুধু নয়, দেশে রেলের ৩ হাজার ৬১৪ একর জমি বেদখল হয়েছে। এর বাইরে ১ হাজার ৮৪১ একর জমির কোনো হদিসই নেই। দখলবাজরা এসব জমির দলিল, পর্চা ও নথি গায়েব করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, এ নথি গায়েবকান্ডে জড়িত রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ, রেলভবন থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম রেলের বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা। তাদের যোগসাজশে এসব দখলবাজ জমি রেকর্ড করে নিয়েছেন নিজেদের নামে। সব মিলিয়ে বাংলাদেশ রেলওয়ের ৫ হাজার ৪৫৫ একর জমিই এখন হাতছাড়া। সব সম্ভবের এই দেশে শুধু মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি জবরদখলের কবলে পড়ে আছে বছরের পর বছর। সে সম্পত্তি উদ্ধারের কোনো কর্তৃপক্ষ দেশে আছে তা ভাবাও কঠিন। এ লুটেরা আখ্যানের অবসান হওয়া উচিত।
শিরোনাম
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়