করোনাঘাত থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাব অনুভূত হচ্ছে তখন মরুরাজ্য কাতারে বেজে উঠেছে বিশ্বকাপ ফুটবলের ঢামাঢোল। পৃথিবীর চোখ এখন আরব দেশ কাতারের দিকে। কাতারের মরুপ্রান্তরে বিশ্বকাপের পর্দা উন্মোচিত হবে আজ স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের ফুটবল লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সবার আগে মাঠের লড়াইয়ে নামবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি কেনের ইংল্যান্ড। তার শিষ্যদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর ইরানের বিপক্ষে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ‘ই’ গ্রুপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন পরস্পরের মুখোমুখি হবে ২৮ নভেম্বর। নেইমার, ড্যানি আলভেজ, রিচার্লিশনদের ব্রাজিল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ষষ্ঠ শিরোপা জয়ের সন্ধানে। ‘জি’ গ্রুপে তিতের ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর, প্রতিপক্ষ সার্বিয়া। দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ৩ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যামেরুন। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরব। দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। দিদিয়ের দেশমের ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনেশিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলছে ‘এইচ’ গ্রুপে। গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারও তারা। কাতার বিশ্বকাপ বিশ্ববাসীকে অন্তত এক মাস মাতিয়ে রাখবে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে দূরে নির্মল আনন্দে। কাতার বিশ্বকাপ দুনিয়াজুড়ে যুদ্ধের বদলে শান্তির আবহ সৃষ্টিতে অবদান রাখলে তা এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
শিরোনাম
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের