করোনাঘাত থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাব অনুভূত হচ্ছে তখন মরুরাজ্য কাতারে বেজে উঠেছে বিশ্বকাপ ফুটবলের ঢামাঢোল। পৃথিবীর চোখ এখন আরব দেশ কাতারের দিকে। কাতারের মরুপ্রান্তরে বিশ্বকাপের পর্দা উন্মোচিত হবে আজ স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের ফুটবল লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সবার আগে মাঠের লড়াইয়ে নামবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি কেনের ইংল্যান্ড। তার শিষ্যদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর ইরানের বিপক্ষে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ‘ই’ গ্রুপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন পরস্পরের মুখোমুখি হবে ২৮ নভেম্বর। নেইমার, ড্যানি আলভেজ, রিচার্লিশনদের ব্রাজিল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ষষ্ঠ শিরোপা জয়ের সন্ধানে। ‘জি’ গ্রুপে তিতের ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর, প্রতিপক্ষ সার্বিয়া। দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ৩ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যামেরুন। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরব। দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। দিদিয়ের দেশমের ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনেশিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলছে ‘এইচ’ গ্রুপে। গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারও তারা। কাতার বিশ্বকাপ বিশ্ববাসীকে অন্তত এক মাস মাতিয়ে রাখবে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে দূরে নির্মল আনন্দে। কাতার বিশ্বকাপ দুনিয়াজুড়ে যুদ্ধের বদলে শান্তির আবহ সৃষ্টিতে অবদান রাখলে তা এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
বিশ্বকাপ ফুটবল
শান্তির আবহ সৃষ্টি হোক বিশ্বে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর