করোনাঘাত থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাব অনুভূত হচ্ছে তখন মরুরাজ্য কাতারে বেজে উঠেছে বিশ্বকাপ ফুটবলের ঢামাঢোল। পৃথিবীর চোখ এখন আরব দেশ কাতারের দিকে। কাতারের মরুপ্রান্তরে বিশ্বকাপের পর্দা উন্মোচিত হবে আজ স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের ফুটবল লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সবার আগে মাঠের লড়াইয়ে নামবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি কেনের ইংল্যান্ড। তার শিষ্যদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর ইরানের বিপক্ষে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ‘ই’ গ্রুপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন পরস্পরের মুখোমুখি হবে ২৮ নভেম্বর। নেইমার, ড্যানি আলভেজ, রিচার্লিশনদের ব্রাজিল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ষষ্ঠ শিরোপা জয়ের সন্ধানে। ‘জি’ গ্রুপে তিতের ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর, প্রতিপক্ষ সার্বিয়া। দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ৩ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যামেরুন। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরব। দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। দিদিয়ের দেশমের ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনেশিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলছে ‘এইচ’ গ্রুপে। গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারও তারা। কাতার বিশ্বকাপ বিশ্ববাসীকে অন্তত এক মাস মাতিয়ে রাখবে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে দূরে নির্মল আনন্দে। কাতার বিশ্বকাপ দুনিয়াজুড়ে যুদ্ধের বদলে শান্তির আবহ সৃষ্টিতে অবদান রাখলে তা এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
বিশ্বকাপ ফুটবল
শান্তির আবহ সৃষ্টি হোক বিশ্বে
প্রিন্ট ভার্সন
