করোনাঘাত থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাব অনুভূত হচ্ছে তখন মরুরাজ্য কাতারে বেজে উঠেছে বিশ্বকাপ ফুটবলের ঢামাঢোল। পৃথিবীর চোখ এখন আরব দেশ কাতারের দিকে। কাতারের মরুপ্রান্তরে বিশ্বকাপের পর্দা উন্মোচিত হবে আজ স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের ফুটবল লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সবার আগে মাঠের লড়াইয়ে নামবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি কেনের ইংল্যান্ড। তার শিষ্যদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর ইরানের বিপক্ষে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ‘ই’ গ্রুপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন পরস্পরের মুখোমুখি হবে ২৮ নভেম্বর। নেইমার, ড্যানি আলভেজ, রিচার্লিশনদের ব্রাজিল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ষষ্ঠ শিরোপা জয়ের সন্ধানে। ‘জি’ গ্রুপে তিতের ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর, প্রতিপক্ষ সার্বিয়া। দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ৩ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ক্যামেরুন। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরব। দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। দিদিয়ের দেশমের ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনেশিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলছে ‘এইচ’ গ্রুপে। গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপের সম্ভাব্য দাবিদারও তারা। কাতার বিশ্বকাপ বিশ্ববাসীকে অন্তত এক মাস মাতিয়ে রাখবে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে দূরে নির্মল আনন্দে। কাতার বিশ্বকাপ দুনিয়াজুড়ে যুদ্ধের বদলে শান্তির আবহ সৃষ্টিতে অবদান রাখলে তা এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
শিরোনাম
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র