দেশে আরও দুটি বিভাগ গঠিত হতে যাচ্ছে। পদ্মা ও মেঘনা নামের এ দুটি বিভাগ গঠিত হতে যাচ্ছে বৃহত্তর ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে। পদ্মা বিধৌত ফরিদপুরের ৫ জেলা নিয়ে হবে পদ্মা বিভাগ। যমুনা বিধৌত কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি জেলার সমন্বয়ে যাত্রা শুরু করবে মেঘনা বিভাগ। নতুন দুই বিভাগের নাম হবে কী তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলার মধ্যে ঠাণ্ডা লড়াই চলায় আপস প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী স্বয়ং নতুন দুই বিভাগের নামকরণের সিদ্ধান্ত নেন দেশের দুই নদীর নামে। আমাদের স্বাধীনতা-সংগ্রামের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। প্রিয় দুই নদীর নামে দুই বিভাগের নামকরণ এ প্রেক্ষাপটে সবার কাছে গ্রহণযোগ্য হবে-এমনটিই আশা করা যায়। আগামী রবিবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উত্থাপিত ও পাস হওয়ার কথা। নতুন আরও দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর আগের সব বিভাগের নাম বিভাগীয় সদর দফতর এলাকার নামে হলেও এবার প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে। নিকার নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা করে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ ছাড়া রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা। গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রশাসন বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আরও দুটি বিভাগ গঠনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। রাজধানীর ওপর নির্ভরশীলতা কমাতে প্রতিটি বিভাগীয় সদরকে কর্মসংস্থানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ