রাজধানী ঢাকার জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মশা নামের এক ক্ষুদ্র প্রাণী। এক সময় ম্যালেরিয়ার ভয়ে আতঙ্কিত থাকত নগরবাসী। কালের বিবর্তনে ম্যালেরিয়া এখন দেশের সমতল ভূমি থেকে প্রায় বিদায় নিয়েছে। ম্যালেরিয়ার জীবাণু বহনকারী অ্যানোফিলিস মশার উপদ্রব থাকলেও ওই ভয়ংকর রোগের ভয়ে ভোগে না কেউ। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে আসা এডিস মশার উৎপাত রাজধানীবাসীর ঘুম কেড়ে নিয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে থাবা বিস্তার করে এডিস মশা। কিন্তু এ বছর অক্টোবর ও নভেম্বরে রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ডেঙ্গু হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। ডেঙ্গু থাবা বিস্তার করতে সক্ষম হচ্ছে মশা নিধনে যথাযথ উদ্যোগ না থাকায়। দুই সিটি করপোরেশনে ৪০ বছর আগের জনবল কাঠামো অনুযায়ী মশক নিবারণী দফতরের জনবল ৩৯৬ জন থাকার কথা থাকলেও আছে ২৪৫ জন। এর মধ্যে ২৩২ জন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত। অবশিষ্ট মাত্র ১৩ জন দিয়েই ঠায় দাঁড়িয়ে আছে মশক নিবারণী দফতর। জনবল আবার দিন দিন কমছে। গত এক যুগে নতুন কোনো নিয়োগ হয়নি। স্বাধীনতার আগে ম্যালেরিয়ার প্রকোপ কমাতে মশক নিবারণী দফতর গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৮২ সালে প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। ওই সময় ৩৯৬টি পদ সৃজন করা হয়। এর কিছুদিন পর মশক নিবারণী দফতরের সব কর্মচারীকে সিটি করপোরেশনের অধীনে দেওয়া হয়। মশক নিবারণী দফতরে সর্বশেষ ২০১০ সালে জনবল নিয়োগ হয়েছিল। এর আগে ১৯৮৫, ’৮৭, ’৯৫ সালে নিয়োগ হয়েছিল। কিন্তু ২০১০ সালের পর আর নিয়োগ হয়নি। রাজধানীর জনসংখ্যা গত ৪০ বছরে বেড়েছে অন্তত ছয় গুণ। সেই হিসাবে মশা নিধনে লোকবল ছয় গুণ বৃদ্ধির বদলে ৪০ শতাংশ হ্রাস পাওয়ায় মশা নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ সুখনিদ্রা থেকে জেগে উঠলে নগরবাসী মশার উপদ্রব থেকে রক্ষা পাবে। এডিস মশার প্রজনন বন্ধ করা গেলে বিদায় নেবে ডেঙ্গু নামের প্রাণঘাতী জ্বর।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০