শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বৈধ পথে রেমিট্যান্স

হুন্ডির নখর ভাঙতে হবে

হুন্ডি বন্ধে প্রবাসীরা যাতে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে আগ্রহী হয়, সে পথেই হাঁটছে সরকার। আশা করা হচ্ছে, বাস্তবসম্মত এসব পদক্ষেপ ডলার সংকট মোচনে আশার আলো দেখাবে। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে মঙ্গলবার এমএফএস প্রতিষ্ঠানগুলোকে রেমিট্যান্স সংগ্রহের অনুমতি দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্সধারী এমএফএস প্রতিষ্ঠানকে দেশে রেমিট্যান্স আনতে বিদেশি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম ও এগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। আগ্রহী এমএফএস প্রোভাইডারদের প্রবাসী আয় প্রত্যাবাসন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন পেতে চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে। প্রবাসীদের অর্থ প্রথমে সহযোগী প্রতিষ্ঠানের হিসাবে বৈদেশিক মুদ্রা জমা হবে। আর এটি জমা হবে প্রবাসীর মোবাইল ব্যাংকিং হিসাবে টাকার অঙ্কে। এজন্য বিদেশে কর্মরত প্রবাসীদের যথাযথ ইকেওয়াইসি পরিপালন করে এমএফএসে হিসাব খুলতে হবে। বাংলাদেশের ব্যাংকগুলো মোবাইল সার্ভিস প্রোভাইডারদের সেটেলমেন্ট অ্যাকাউন্ট সুবিধা দেবে। ফলে কেন্দ্রীয় ব্যাংকে লাইসেন্সধারী এমএফএস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রবাসীরা তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংক ও সরকারের ধারণা, হুন্ডির মাধ্যমে বছরে পাচার হচ্ছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সহজ পথ প্রবাসীদের হুন্ডির দিকে যেতে নিরুৎসাহ করবে। এর ফলে দেশে ডলারের মূল্য কমে আসবে। বিশেষজ্ঞদের মতে, হুন্ডি বন্ধে প্রবাসীদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর দিকে নজর রাখা খুবই প্রাসঙ্গিক। এর ফলে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো নিরুৎসাহ করা হবে। ভাঙতে হবে তাদের নখর। ডলার সংকটের অবসানে হুন্ডি বন্ধে সর্বাত্মক সতর্কতার পাশাপাশি বিলাসপণ্য আমদানি নিরুৎসাহ করাও জরুরি। বিদেশে চিকিৎসা খাতে ব্যয় হয় বিপুল বৈদেশিক মুদ্রা। এ ব্যাপারে দেশে যে আস্থার সংকট রয়েছে তা কাটিয়ে ওঠার উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর