শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

রপ্তানি আয়ে রেকর্ড, রেমিট্যান্স বেড়েছে

বৈশ্বিক সংকটেও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মতলববাজদের উদার কল্পনাকে মিথ্যা প্রমাণ করে নভেম্বরে রেকর্ড পরিমাণ রপ্তানি আয় করেছে বাংলাদেশ। ইবলিসের বরপুত্রদের অপপ্রচারে প্রবাসীরা সাময়িকভাবে বিভ্রান্ত হলেও নভেম্বরে তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন। আশা করা হচ্ছে হুন্ডিবাজদের দমনের পদক্ষেপ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজতর হলে জানুয়ারির মধ্যেই সুফল দেখা দেবে। রেমিট্যান্স বাড়বে দৃষ্টিগ্রাহ্য হারে। নভেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা দেশের ৫১ বছরের ইতিহাসে সর্বোচ্চ এবং এক মাসের রপ্তানি আয় দেশের প্রথম পাঁচ বছরের মোট রপ্তানি আয়ের চেয়ে বেশি। নভেম্বরে ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। একই সঙ্গে নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার। সেপ্টেম্বর ও অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় আশঙ্কা দেখা দেয়। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রেতারা তাদের অর্ডার শিপমেন্ট করার বিষয়টিকে বিলম্বিত করেছিলেন। এখন বড়দিনের কেনাকাটাকে কেন্দ্র করে তারা তৈরি পোশাকের শিপমেন্ট বাড়িয়েছেন। এর ফলে অক্টোবরের যেসব শিপমেন্ট বাকি ছিল সেগুলো নভেম্বরে ঢুকে যেতে পারে। আর এ কারণেই এ মাসে রেকর্ড পরিমাণ রপ্তানি আয়ের তথ্য এসেছে। রপ্তানি আয়ের এই রেকর্ড দেশের ইতিহাসে একটি মাইলফলক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে ১ হাজার ৫৩৭ কোটি ডলারের পোশাক নিয়েছেন তারা। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ২৬ শতাংশ। ইউরোপের কেনা পোশাকের ২২ দশমিক ৮৯ শতাংশই বাংলাদেশের। বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এর মধ্যেও আগস্ট পর্যন্ত বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধিটা ভালোভাবে ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। আশা করা যায়, অর্থনীতি সচল রাখার নানামুখী পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি আয় বিশ্বমন্দার মধ্যেও বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় জয়ী হবে বাংলাদেশ।

সর্বশেষ খবর