শিরোনাম
সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

উচ্চ রক্তচাপ

জনসচেতনতার বিকল্প নেই

দেশে উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। প্রাপ্ত বয়স্কদের এক-পঞ্চমাংশই এই প্রাণঘাতী রোগের শিকার। পাঁচ বছর আগে পরিচালিত স্বাস্থ্য জরিপে দেখা গেছে, দেশে ১৮ বছরের বেশি বয়সী ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ পুরুষের চেয়ে নারীর বেশি। দেশে ১৮ বছরের বেশি জনসংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার। সেই হিসাবে ৩ কোটির বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। পরিসংখ্যান অনুযায়ী- অনেকে রোগ আছে জেনেও চিকিৎসা নিচ্ছেন না। আবার চিকিৎসা নিয়েও অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। ওষুধের দাম, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ওষুধ না পাওয়ার কারণে হয়তো কেউ কেউ মাঝপথে চিকিৎসা বন্ধ করছেন। আবার এমনও হতে পারে, অনেকে জানেন না যে ওষুধ দীর্ঘকাল খেয়ে যেতে হবে। দেশে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের প্রকোপ বৃদ্ধিকে মনে করা হয়। সহজ প্রযুক্তির যন্ত্র ‘স্টেথোস্কোপ’ ব্যবহার করে রক্তচাপ মাপা বা নির্ণয় করা যায়। পরিমাপ করার জন্য বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন হয় না। রক্তচাপ মাপা যন্ত্রের ব্যবহার সহজে শেখা সম্ভব। অথচ অনেক প্রতিষ্ঠানে এই যন্ত্র নেই অথবা যন্ত্র ব্যবহার জানেন, এমন জনবল নেই। যেসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রকে উচ্চ রক্তচাপ পরিমাপ করার দায়িত্ব দেওয়া আছে তাদের অনেকগুলোতে সেই সেবা পাওয়া যায় না। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, উচ্চ রক্তচাপ ওষুধ ব্যবহারে নিয়ন্ত্রণে থাকে। এর ব্যত্যয় হলে তা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত তাদের ৬০ ভাগই জানেন না তারা প্রাণঘাতী ওই রোগের শিকার।  আশার কথা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে দেশের ৫৪টি উপজেলায় হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল ইনেশিয়েটিভ প্রোগ্রাম কাজ করছে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর