দেড় দশকের মধ্যে অর্থাৎ ২০৩৭ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম অর্থনীতির দেশ। বিশ্বের ৩৪তম অর্থনীতির দেশ হিসেবে এ মুহূর্তে বাংলাদেশের অবস্থান। ১৫ বছরের মধ্যে সামনে থাকা আরও ১৪টি দেশকে অতিক্রম করার সাফল্য দেখিয়ে ২০তম স্থানে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে এমন আভাস দিয়েছে ব্রিটিশ অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিবর)। ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনের ১৪তম সংস্করণে ২০৩৭ সালে বিশ্বের ১৯১টি দেশের কী অবস্থান থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, ২০৩৭ সালে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ হবে ভারত। বাংলাদেশ নিয়ে সিবরের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশটির পিপিপি হিসেবে ২০২২ সালে মাথাপিছু জিডিপি ৭ হাজার ৯৮৫ ডলার, যা দেশটিকে নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে চিহ্নিত করে। করোনা মহামারির ব্যাপক ক্ষতি সত্ত্বেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটালাইজেশনের ফলে করোনার ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এসেছে ৬.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে আশা করা হচ্ছে ৭.২ শতাংশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য নিম্নমুখী ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ৫১ বছর আগে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ ধ্বংসলীলার সম্মুখীন হয়। ১ কোটি অর্থাৎ প্রতি সাতজনের একজন দেশত্যাগ করতে বাধ্য হয়। দেশেও উদ্বাস্তু হয় ১ কোটি মানুষ। ৩০ লাখ মানুষ প্রাণ হারায় হানাদার পাকিস্তানিদের হাতে। লাখ লাখ বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগের কবলে পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশকে ব্যাঙ্গ করা হতো তলাবিহীন ঝুড়ি। এ অবস্থা থেকে বাংলাদেশের এগিয়ে যাওয়া বিশ্বের জন্য বিস্ময়। আত্মপ্রসাদে না ভুগে এগিয়ে যাওয়ার এ ধারা বজায় রাখতে হবে।
শিরোনাম
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৪৭ জন
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!