বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন উপধরন বিএ-৫। এ উপধরনটি করোনাভাইরাসের অন্য সব উপধরনের চেয়ে চার গুণ বেশি ছড়ায়। যে কারণে চীনে ইতোমধ্যে তা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। প্রাণহানির সংখ্যা কম হলেও আতঙ্ক ছড়াতে ভূমিকা রাখছে এ উপধরনটি। চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চার যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। পরে তাদের রাজধানীর মহাখালী ডিএনসিসি কভিড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করলে একজনের মধ্যে ওমিক্রনের উপধরন ‘বিএ-৫’-এর নতুন উপধরন ‘বিএফ-৭’ শনাক্ত করে আইইডিসিআর। এর ফলে ইতোমধ্যে চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়া করোনার এ নতুন উপধরন প্রথমবারের মতো বাংলাদেশেও পাওয়া গেল। এ উপধরনটি ইতোমধ্যে চীন, ভারত, মঙ্গোলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আরও কয়েকটি দেশে ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘বিএফ-৭’ উপধরনটি ওমিক্রনের অন্যান্য ধরন ও উপধরনের মতো মারাত্মক নয়। তবে এ উপধরনটি বেশি ছড়ায় বলে তা এখনো টিকে আছে। যে ধরন বেশি সংক্রমণ করে, সেটাই টিকে থাকে। আগে টিকা নেওয়া থাকলে বা আগে সংক্রমিত থাকলেও এ উপধরনে আবারও সংক্রমিত হচ্ছে মানুষ। কিন্তু এখন পর্যন্ত এ উপধরনের কারণে ব্যাপকহারে হাসপাতালে বা আইসিইউতে যাওয়া, কিংবা ব্যাপক মৃত্যুর কোনো রেকর্ড নেই। করোনাভাইরাস গত দুই বছরে দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে বিরাজ করেছে। ওই ভাইরাস অর্থনীতির যে ক্ষতি করেছে তা পুষিয়ে নিতে কয়েক বছর লাগবে। প্রচ- ধরনের সংক্রামক বিএ-৫ দেশে ছড়িয়ে পড়লে তা বিপর্যয় সৃষ্টি করতে পারে। যে কারণে সরকার সতর্কতা অবলম্বন করছে এবং বিদেশ থেকে আসা যাত্রীদের দিকে নজর রাখছে। একইভাবে বিপদ এড়াতে নাগরিক পর্যায়েও সতর্কতা অবলম্বন করা উচিত। করোনাভাইরাসের লক্ষণ কারও মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করার জন্য উদ্যোগী হতে হবে। মাস্ক ব্যবহারেও যত্নবান হতে হবে সবাইকে।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন