বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন উপধরন বিএ-৫। এ উপধরনটি করোনাভাইরাসের অন্য সব উপধরনের চেয়ে চার গুণ বেশি ছড়ায়। যে কারণে চীনে ইতোমধ্যে তা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। প্রাণহানির সংখ্যা কম হলেও আতঙ্ক ছড়াতে ভূমিকা রাখছে এ উপধরনটি। চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চার যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। পরে তাদের রাজধানীর মহাখালী ডিএনসিসি কভিড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করলে একজনের মধ্যে ওমিক্রনের উপধরন ‘বিএ-৫’-এর নতুন উপধরন ‘বিএফ-৭’ শনাক্ত করে আইইডিসিআর। এর ফলে ইতোমধ্যে চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়া করোনার এ নতুন উপধরন প্রথমবারের মতো বাংলাদেশেও পাওয়া গেল। এ উপধরনটি ইতোমধ্যে চীন, ভারত, মঙ্গোলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আরও কয়েকটি দেশে ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘বিএফ-৭’ উপধরনটি ওমিক্রনের অন্যান্য ধরন ও উপধরনের মতো মারাত্মক নয়। তবে এ উপধরনটি বেশি ছড়ায় বলে তা এখনো টিকে আছে। যে ধরন বেশি সংক্রমণ করে, সেটাই টিকে থাকে। আগে টিকা নেওয়া থাকলে বা আগে সংক্রমিত থাকলেও এ উপধরনে আবারও সংক্রমিত হচ্ছে মানুষ। কিন্তু এখন পর্যন্ত এ উপধরনের কারণে ব্যাপকহারে হাসপাতালে বা আইসিইউতে যাওয়া, কিংবা ব্যাপক মৃত্যুর কোনো রেকর্ড নেই। করোনাভাইরাস গত দুই বছরে দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে বিরাজ করেছে। ওই ভাইরাস অর্থনীতির যে ক্ষতি করেছে তা পুষিয়ে নিতে কয়েক বছর লাগবে। প্রচ- ধরনের সংক্রামক বিএ-৫ দেশে ছড়িয়ে পড়লে তা বিপর্যয় সৃষ্টি করতে পারে। যে কারণে সরকার সতর্কতা অবলম্বন করছে এবং বিদেশ থেকে আসা যাত্রীদের দিকে নজর রাখছে। একইভাবে বিপদ এড়াতে নাগরিক পর্যায়েও সতর্কতা অবলম্বন করা উচিত। করোনাভাইরাসের লক্ষণ কারও মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করার জন্য উদ্যোগী হতে হবে। মাস্ক ব্যবহারেও যত্নবান হতে হবে সবাইকে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
করোনার নতুন উপধরন
বিপদ এড়াতে সতর্কতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর