বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন উপধরন বিএ-৫। এ উপধরনটি করোনাভাইরাসের অন্য সব উপধরনের চেয়ে চার গুণ বেশি ছড়ায়। যে কারণে চীনে ইতোমধ্যে তা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। প্রাণহানির সংখ্যা কম হলেও আতঙ্ক ছড়াতে ভূমিকা রাখছে এ উপধরনটি। চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চার যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। পরে তাদের রাজধানীর মহাখালী ডিএনসিসি কভিড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করলে একজনের মধ্যে ওমিক্রনের উপধরন ‘বিএ-৫’-এর নতুন উপধরন ‘বিএফ-৭’ শনাক্ত করে আইইডিসিআর। এর ফলে ইতোমধ্যে চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়া করোনার এ নতুন উপধরন প্রথমবারের মতো বাংলাদেশেও পাওয়া গেল। এ উপধরনটি ইতোমধ্যে চীন, ভারত, মঙ্গোলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আরও কয়েকটি দেশে ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘বিএফ-৭’ উপধরনটি ওমিক্রনের অন্যান্য ধরন ও উপধরনের মতো মারাত্মক নয়। তবে এ উপধরনটি বেশি ছড়ায় বলে তা এখনো টিকে আছে। যে ধরন বেশি সংক্রমণ করে, সেটাই টিকে থাকে। আগে টিকা নেওয়া থাকলে বা আগে সংক্রমিত থাকলেও এ উপধরনে আবারও সংক্রমিত হচ্ছে মানুষ। কিন্তু এখন পর্যন্ত এ উপধরনের কারণে ব্যাপকহারে হাসপাতালে বা আইসিইউতে যাওয়া, কিংবা ব্যাপক মৃত্যুর কোনো রেকর্ড নেই। করোনাভাইরাস গত দুই বছরে দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে বিরাজ করেছে। ওই ভাইরাস অর্থনীতির যে ক্ষতি করেছে তা পুষিয়ে নিতে কয়েক বছর লাগবে। প্রচ- ধরনের সংক্রামক বিএ-৫ দেশে ছড়িয়ে পড়লে তা বিপর্যয় সৃষ্টি করতে পারে। যে কারণে সরকার সতর্কতা অবলম্বন করছে এবং বিদেশ থেকে আসা যাত্রীদের দিকে নজর রাখছে। একইভাবে বিপদ এড়াতে নাগরিক পর্যায়েও সতর্কতা অবলম্বন করা উচিত। করোনাভাইরাসের লক্ষণ কারও মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করার জন্য উদ্যোগী হতে হবে। মাস্ক ব্যবহারেও যত্নবান হতে হবে সবাইকে।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
করোনার নতুন উপধরন
বিপদ এড়াতে সতর্কতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর