শীতে কাবু এখন সারা দেশের মানুষ। দেশের ১৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যা শীতের দাপট বাড়াতে ইন্ধন জোগাচ্ছে। বেপরোয়া শীত জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে। এ বছরের শীত মৌসুমে সাড়ে ৩ লাখ রোগী এযাবৎ হাসপাতালের শরণাপন্ন হয়েছে শীতজনিত রোগে। অনেকের ধারণা, এ বছর শীত কিছুটা দেরিতে হাজির হলেও কয়েক বছরের মধ্যে এবার তার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, গতকাল থেকে সূর্যের মুখ তুলনামূলকভাবে বেশি দেখা যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ১০ বা ১১ জানুয়ারি থেকে তা কমতে পারে। সে সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকতে পারে। দেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকা এখন চুয়াডাঙ্গা। শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় টানা তীব্র শীত অনুভূত হচ্ছে বেশ কয়েক দিন ধরে। সঙ্গে ঘন কুয়াশা। দিনে সূর্র্যের দেখা মিলছে ক্ষীণভাবে, তাতে নেই কোনো উত্তাপ। ফলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত অনুভূত হচ্ছে জেলাজুড়ে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে রাতে শীতের সঙ্গে কুয়াশা আর দিনের অর্ধেকটা সময় দেখা নেই সূর্যের। কুয়াশার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বিপাকে পড়েছে বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের জনজীবন। সেই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েছে এসব রোগী। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কোনো কোনো হাসপাতাল। অন্যদিকে বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। কেউ কেউ পলিথিন দিয়ে ঢেকে বীজতলা বাঁচানোর চেষ্টায় মরিয়া। শীত মোকাবিলায় প্রতি বছর ধনীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিশেষত কম্বল বিতরণ করা হলেও এ বছর এর পরিমাণ কম। শীতবস্ত্র বিতরণে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান