শীতে কাবু এখন সারা দেশের মানুষ। দেশের ১৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যা শীতের দাপট বাড়াতে ইন্ধন জোগাচ্ছে। বেপরোয়া শীত জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে। এ বছরের শীত মৌসুমে সাড়ে ৩ লাখ রোগী এযাবৎ হাসপাতালের শরণাপন্ন হয়েছে শীতজনিত রোগে। অনেকের ধারণা, এ বছর শীত কিছুটা দেরিতে হাজির হলেও কয়েক বছরের মধ্যে এবার তার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, গতকাল থেকে সূর্যের মুখ তুলনামূলকভাবে বেশি দেখা যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ১০ বা ১১ জানুয়ারি থেকে তা কমতে পারে। সে সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকতে পারে। দেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকা এখন চুয়াডাঙ্গা। শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় টানা তীব্র শীত অনুভূত হচ্ছে বেশ কয়েক দিন ধরে। সঙ্গে ঘন কুয়াশা। দিনে সূর্র্যের দেখা মিলছে ক্ষীণভাবে, তাতে নেই কোনো উত্তাপ। ফলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত অনুভূত হচ্ছে জেলাজুড়ে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে রাতে শীতের সঙ্গে কুয়াশা আর দিনের অর্ধেকটা সময় দেখা নেই সূর্যের। কুয়াশার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বিপাকে পড়েছে বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের জনজীবন। সেই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েছে এসব রোগী। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কোনো কোনো হাসপাতাল। অন্যদিকে বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। কেউ কেউ পলিথিন দিয়ে ঢেকে বীজতলা বাঁচানোর চেষ্টায় মরিয়া। শীত মোকাবিলায় প্রতি বছর ধনীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিশেষত কম্বল বিতরণ করা হলেও এ বছর এর পরিমাণ কম। শীতবস্ত্র বিতরণে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
শীতে কাবু মানুষ
গরিবদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর