শীতে কাবু এখন সারা দেশের মানুষ। দেশের ১৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যা শীতের দাপট বাড়াতে ইন্ধন জোগাচ্ছে। বেপরোয়া শীত জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে। এ বছরের শীত মৌসুমে সাড়ে ৩ লাখ রোগী এযাবৎ হাসপাতালের শরণাপন্ন হয়েছে শীতজনিত রোগে। অনেকের ধারণা, এ বছর শীত কিছুটা দেরিতে হাজির হলেও কয়েক বছরের মধ্যে এবার তার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, গতকাল থেকে সূর্যের মুখ তুলনামূলকভাবে বেশি দেখা যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ১০ বা ১১ জানুয়ারি থেকে তা কমতে পারে। সে সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকতে পারে। দেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকা এখন চুয়াডাঙ্গা। শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় টানা তীব্র শীত অনুভূত হচ্ছে বেশ কয়েক দিন ধরে। সঙ্গে ঘন কুয়াশা। দিনে সূর্র্যের দেখা মিলছে ক্ষীণভাবে, তাতে নেই কোনো উত্তাপ। ফলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত অনুভূত হচ্ছে জেলাজুড়ে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে রাতে শীতের সঙ্গে কুয়াশা আর দিনের অর্ধেকটা সময় দেখা নেই সূর্যের। কুয়াশার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বিপাকে পড়েছে বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের জনজীবন। সেই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েছে এসব রোগী। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কোনো কোনো হাসপাতাল। অন্যদিকে বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। কেউ কেউ পলিথিন দিয়ে ঢেকে বীজতলা বাঁচানোর চেষ্টায় মরিয়া। শীত মোকাবিলায় প্রতি বছর ধনীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিশেষত কম্বল বিতরণ করা হলেও এ বছর এর পরিমাণ কম। শীতবস্ত্র বিতরণে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল
শীতে কাবু মানুষ
গরিবদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর