বাংলাদেশি পণ্যের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। বৈশ্বিক মন্দা মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশের মতো বাংলাদেশ যখন বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা নিয়ে সংশয়ে ভুগছে তখন এ তথ্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত বছর জানুয়ারি-অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন বা ১ হাজার ৯৪০ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬৯ বিলিয়ন বা ১ হাজার ৩৬৯ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপ পোশাক আমদানি বাড়িয়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। ১০ মাসে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় যা ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারেও সন্তোষজনক হারে বেড়েছে। মন্দা মোকাবিলায় যা সাহস জোগাবে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি প্রধান খাত রেমিট্যান্স আয়েও ইতোমধ্যে সুবাতাস অনুভূত হচ্ছে। গত এক বছরে রেকর্ড পরিমাণ কর্মজীবী বিদেশে গেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে ভূমিকা রাখবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যক্রম। চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দেবে বলে যে আশঙ্কা রয়েছে তাতে বাংলাদেশ জয়ী হবে এমনটিই আশা করা হচ্ছে।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
বেড়েছে পোশাক রপ্তানি
দেশের অর্থনীতির জন্য সুখবর
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর