বাংলাদেশি পণ্যের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। বৈশ্বিক মন্দা মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশের মতো বাংলাদেশ যখন বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা নিয়ে সংশয়ে ভুগছে তখন এ তথ্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত বছর জানুয়ারি-অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন বা ১ হাজার ৯৪০ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬৯ বিলিয়ন বা ১ হাজার ৩৬৯ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপ পোশাক আমদানি বাড়িয়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। ১০ মাসে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় যা ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারেও সন্তোষজনক হারে বেড়েছে। মন্দা মোকাবিলায় যা সাহস জোগাবে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি প্রধান খাত রেমিট্যান্স আয়েও ইতোমধ্যে সুবাতাস অনুভূত হচ্ছে। গত এক বছরে রেকর্ড পরিমাণ কর্মজীবী বিদেশে গেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে ভূমিকা রাখবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যক্রম। চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দেবে বলে যে আশঙ্কা রয়েছে তাতে বাংলাদেশ জয়ী হবে এমনটিই আশা করা হচ্ছে।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
বেড়েছে পোশাক রপ্তানি
দেশের অর্থনীতির জন্য সুখবর
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর