বাংলাদেশি পণ্যের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। বৈশ্বিক মন্দা মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশের মতো বাংলাদেশ যখন বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা নিয়ে সংশয়ে ভুগছে তখন এ তথ্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত বছর জানুয়ারি-অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন বা ১ হাজার ৯৪০ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬৯ বিলিয়ন বা ১ হাজার ৩৬৯ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপ পোশাক আমদানি বাড়িয়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। ১০ মাসে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় যা ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারেও সন্তোষজনক হারে বেড়েছে। মন্দা মোকাবিলায় যা সাহস জোগাবে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি প্রধান খাত রেমিট্যান্স আয়েও ইতোমধ্যে সুবাতাস অনুভূত হচ্ছে। গত এক বছরে রেকর্ড পরিমাণ কর্মজীবী বিদেশে গেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে ভূমিকা রাখবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যক্রম। চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দেবে বলে যে আশঙ্কা রয়েছে তাতে বাংলাদেশ জয়ী হবে এমনটিই আশা করা হচ্ছে।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
বেড়েছে পোশাক রপ্তানি
দেশের অর্থনীতির জন্য সুখবর
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর