বাংলাদেশি পণ্যের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪২ শতাংশ। বৈশ্বিক মন্দা মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশের মতো বাংলাদেশ যখন বৈদেশিক মুদ্রার মজুদ ধরে রাখা নিয়ে সংশয়ে ভুগছে তখন এ তথ্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত বছর জানুয়ারি-অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন বা ১ হাজার ৯৪০ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬৯ বিলিয়ন বা ১ হাজার ৩৬৯ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপ পোশাক আমদানি বাড়িয়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। ১০ মাসে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় যা ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারেও সন্তোষজনক হারে বেড়েছে। মন্দা মোকাবিলায় যা সাহস জোগাবে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি প্রধান খাত রেমিট্যান্স আয়েও ইতোমধ্যে সুবাতাস অনুভূত হচ্ছে। গত এক বছরে রেকর্ড পরিমাণ কর্মজীবী বিদেশে গেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে ভূমিকা রাখবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিলাস পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যক্রম। চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দেবে বলে যে আশঙ্কা রয়েছে তাতে বাংলাদেশ জয়ী হবে এমনটিই আশা করা হচ্ছে।
শিরোনাম
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
বেড়েছে পোশাক রপ্তানি
দেশের অর্থনীতির জন্য সুখবর
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর