ডলার সংকটে বেসামাল হয়ে উঠছে অর্থনীতি। করোনাকালেও বাংলাদেশ যে ক্ষেত্রে শ্রীলঙ্কার মতো সমৃদ্ধ দক্ষিণ এশীয় দেশকে নিজেদের রিজার্ভ থেকে ঋণ দিয়েছে তাদের অর্থনৈতিক সংকট ঘোচাতে, সেখানে নিজেরাই এখন বিপাকে রয়েছে। করোনাভাইরাস ও রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তার নির্মম শিকারে পরিণত হয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ বলেছে চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দিতে পারে। বাংলাদেশও সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। আশার কথা, বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক পথে হাঁটছে বাংলাদেশ। দেশে গত বছর থেকে শুরু হওয়া ডলার সংকট ক্রমান্বয়ে প্রকট আকার ধারণ করলেও সুখবর হলো- এ পরিস্থিতির মধ্যে চলতি বছরের শুরুতেই প্রবাসী আয় বেড়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আলোচ্য এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৯১ লাখ, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫০ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ ডলার। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এই পরিমাণ ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি। রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি দেশের রপ্তানি আয়েও সুবাতাস বইতে শুরু করেছে। গত এক বছরে দেশের রপ্তানি বেড়েছে দেড় লাখ কোটি টাকা। আমদানি পণ্যের দাম অবিশ্বাস্য গতিতে বাড়ায় বৈদেশিক মুদ্রা অর্জন বাড়লেও তা চাহিদা মেটাতে যথেষ্ট কি না সংশয় রয়েছে। যে কারণে খাদ্যপণ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে বাংলাদেশ।
শিরোনাম
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
রপ্তানি ও রেমিট্যান্সে সুবাতাস
খাদ্য উৎপাদন বাড়ানোর সংকল্প
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর