ডলার সংকটে বেসামাল হয়ে উঠছে অর্থনীতি। করোনাকালেও বাংলাদেশ যে ক্ষেত্রে শ্রীলঙ্কার মতো সমৃদ্ধ দক্ষিণ এশীয় দেশকে নিজেদের রিজার্ভ থেকে ঋণ দিয়েছে তাদের অর্থনৈতিক সংকট ঘোচাতে, সেখানে নিজেরাই এখন বিপাকে রয়েছে। করোনাভাইরাস ও রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তার নির্মম শিকারে পরিণত হয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ বলেছে চলতি বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও খাদ্যাভাব দেখা দিতে পারে। বাংলাদেশও সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। আশার কথা, বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক পথে হাঁটছে বাংলাদেশ। দেশে গত বছর থেকে শুরু হওয়া ডলার সংকট ক্রমান্বয়ে প্রকট আকার ধারণ করলেও সুখবর হলো- এ পরিস্থিতির মধ্যে চলতি বছরের শুরুতেই প্রবাসী আয় বেড়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আলোচ্য এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৯১ লাখ, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫০ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ ডলার। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এই পরিমাণ ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি। রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি দেশের রপ্তানি আয়েও সুবাতাস বইতে শুরু করেছে। গত এক বছরে দেশের রপ্তানি বেড়েছে দেড় লাখ কোটি টাকা। আমদানি পণ্যের দাম অবিশ্বাস্য গতিতে বাড়ায় বৈদেশিক মুদ্রা অর্জন বাড়লেও তা চাহিদা মেটাতে যথেষ্ট কি না সংশয় রয়েছে। যে কারণে খাদ্যপণ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে বাংলাদেশ।
শিরোনাম
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
রপ্তানি ও রেমিট্যান্সে সুবাতাস
খাদ্য উৎপাদন বাড়ানোর সংকল্প
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর