ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে এগিয়ে যেতে হলে উন্নত যোগাযোগব্যবস্থার বিকল্প নেই। পাঁচ দশক আগে স্বাধীনতার ঊষালগ্নে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। আজ দুই শতাধিক দেশের মধ্যে ৪১তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্বের নেতৃস্থানীয় অর্থনৈতিক গবেষণা সংস্থাগুলোর অভিমত, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে দ্রুত বেগে। সময়ের চাহিদা পূরণে বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কিন্তু অভ্যন্তরীণ বিমান যোগাযোগের ক্ষেত্রে প্রকারান্তরে দেশ পিছিয়ে পড়ছে। গত পঞ্চাশ দশকে বিমানে চলাচল করার সক্ষমতা বেড়েছে এমন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চললেও দেশের ছয়টি বিমানবন্দর ফেলে রাখা হয়েছে অব্যবহৃতভাবে। কোনোটিতে ৫০ বছর ধরে কোনো বিমান ওড়ে না। সিদ্ধান্তহীনতায় আটকে আছে কোনোটির উন্নয়ন কার্যক্রম। খানজাহান আলী বিমানবন্দরে নেই রানওয়ে, টার্মিনাল। নির্মাণাধীন এ বিমানবন্দরের ৭০০ একর জমিতে ধান চাষ, মাছের খামার ও গরু চরে। কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে ঘাস গজিয়েছে। গরু চরে ঠাকুরগাঁও বিমানবন্দরে। অব্যবহৃত থেকে কয়েকটি বিমানবন্দরের নেভিগেশন সরঞ্জাম অকেজো হয়ে গেছে। বোদ্ধাজনদের মতে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব বিমানবন্দর আবার পরিচালনা করা গেলে পর্যটন ও ব্যবসা-বাণিজ্য বাড়ত। দেশের বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ১৫টি বিমানবন্দরের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা করে এমন বিমানবন্দর আটটি। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক, পাঁচটি অভ্যন্তরীণ। বাকি ছয়টি বিমানবন্দরই পরিত্যক্ত ও অরক্ষিত। শুধু তেজগাঁও পুরাতন বিমানবন্দরটি সামরিক প্রয়োজনে ব্যবহার হয়। সেটির কোনো বাণিজ্যিক ব্যবহার নেই। অব্যবহৃত বিমানবন্দরগুলোর মধ্যে বাগেরহাট ও কুমিল্লা বিমানবন্দর সবচেয়ে সম্ভাবনাময়। মোংলা সমুদ্রবন্দর এবং সুন্দরবনের কারণে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে বাগেরহাট বিমানবন্দর খুবই সম্ভাবনাময়। বিদেশে কুমিল্লা প্রবাসীর সংখ্যা ১৫ লাখ হওয়ায় কুমিল্লা বিমানবন্দর চালু হলে প্রবাসীদের যাতায়াতে স্বস্তি আসবে। অব্যবহৃত বিমানবন্দরগুলো চালু করার কথা ভাবতে হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
অব্যবহৃত বিমানবন্দর
চালুর সম্ভাবনা যাচাই করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর