বাংলাদেশ রেলওয়ে স্বাধীনতার পর থেকে দুর্নীতি ও যথেচ্ছতার যে অবাধ স্বাধীনতা ভোগ করে আসছে তাতে কিছুটা হলেও বাদ সাধার চেষ্টা চলছে। ১ মার্চ থেকে সারা দেশের আন্তনগর ট্রেনের টিকিটে বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। একই সঙ্গে রেলওয়ের টিকিটিং ও টিকিট চেকিং ব্যবস্থায় সারা দেশে প্রাথমিকভাবে ১০০টি পস মেশিন চালু করা হয়েছে। কাউন্টার থেকে টিকিট নিতে এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে যাত্রীদের। অনলাইনে টিকিট কিনতে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পাসপোর্ট অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেও টিকিট পাওয়ার সুযোগ রাখা হয়েছে। স্বাধীনতার পর থেকে রেলওয়ে ধারাবাহিকভাবে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ লোকসানের কারণ সীমাহীন দুর্নীতি। সারা দুনিয়ায় রেলপথে ভ্রমণকে সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণ হিসেবে ভাবা হয়। বাংলাদেশ এদিক থেকে ব্যতিক্রম। আমাদের দেশে রেলপথে যত যাত্রী চলাচল করেন তার একাংশ বিনা টিকিটের যাত্রী। যাদের অনেকেই রেলওয়ের কর্মচারীদের উৎকোচ দিয়ে ভ্রমণ করেন। ফলে প্রথম শ্রেণির বগিতেও টিকিটহীন যাত্রীদের ভিড়ে নিরাপদে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। রেলমন্ত্রী কমলাপুর রেলস্টেশনে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের টিকিটিং ব্যবস্থা চালু ও টিকিট চেকিং ব্যবস্থায় পস মেশিন হস্তান্তর উপলক্ষে বলেছেন, এতদিন টিকিটপ্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল তা থেকে বের হওয়ার জন্য টিকিট যার ভ্রমণ তার কার্যক্রম শুরু করা হয়েছে। এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকিট কিনতে পারবেন না। যাত্রীরা যাতে কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারেন সেটি নিশ্চিত করার জন্য এনআইডি কার্ড সংযোজন করা হয়েছে। আমরা রেল মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপকে স্বাগত জানাতে চাই। তবে একই সঙ্গে আশা করব এসব পদক্ষেপ যাতে শেষ পর্যন্ত প্রহসনে পরিণত না হয়, সে জন্য কঠোর নজরদারি বজায় থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনিয়মের বিরুদ্ধে কঠোর হলে রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
ট্রেনের টিকিট ক্রয়ে এনআইডি
সুফল পেতে নজরদারি থাকতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর