দেশের মানুষের আমিষ চাহিদা মেটায় যে ব্রয়লার মুরগি, মাত্র দুই মাসের ব্যবধানে তার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এ মূল্যবৃদ্ধির জন্য একাধিক অশুভ সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ রয়েছে। নিত্যপণ্যের মূল্য মানুষের নাগালের মধ্যে থাকা না থাকা যে কোনো সরকারের জনপ্রিয়তার মাপকাঠি বলে বিবেচিত হয়। নির্বাচনের পৌনে এক বছর আগে ব্রয়লার মুরগি, সোনালি মুরগি ও ডিমের দাম যেভাবে বাড়ছে তা সরকারের সক্ষমতা নিয়েই প্রশ্ন সৃষ্টি করছে। এ কথা ঠিক, করোনাভাইরাসের জের না কাটতেই রুশ-ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক মন্দার থাবা বিস্তার করেছে দুনিয়াজুড়ে। মুরগির খাদ্যের ব্যাপারে দেশ অনেকটাই আমদানিনির্ভর এবং স্বীকার করতেই হবে বিশ্ববাজারে পোলট্রি ফিডের দাম এখন বেশি। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ফিডের দাম বাড়লেও প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ পড়ে ১৩৫ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা। এটা বাজারে বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। সিন্ডিকেট না করে এত বেশি দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। উৎপাদন খরচের দ্বিগুণ দামে মুরগি বিক্রি হওয়ার কারণ খতিয়ে দেখার জন্য প্রতিযোগিতা কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে। বাজার পরিদর্শনে সম্পৃক্ত কর্মকর্তাদের ধারণা, মুরগির দাম বাড়ানোর পেছনে প্রকৃত অর্থেই একটি চক্রাকার সিন্ডিকেট কাজ করছে। এর সঙ্গে উৎপাদন খরচের কোনো সম্পৃক্ততা নেই। করপোরেট প্রতিষ্ঠান থেকে খামারি, খামারি থেকে পাইকার, পাইকার থেকে খুচরা প্রতিটি পর্যায়ে মুরগির দাম নির্ধারণে ভূমিকা রাখে সিন্ডিকেট চক্র। তারা যে দাম ঠিক করে দেয়, সেই দামেই মুরগি বিক্রি হয়। মুরগির হঠাৎ দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গিয়ে সিন্ডিকেটের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ চক্রের কাছে ভোক্তারা অসহায়। দেশবাসীকে এই সিন্ডিকেট সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র সরকার। কিন্তু এ ক্ষেত্রের কর্তাব্যক্তিরা নিজেদের গুণগান প্রচারেই ব্যস্ত। এই আত্মঘাতী প্রবণতা থেকে সরে এসে সিন্ডিকেট ভাঙার দিকে মন না দিলে সরকারের জন্য বিসংবাদ ডেকে আনবে। যা হওয়া উচিত কি না সময় থাকতেই ভাবতে হবে।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ