প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো চাপে তাকে টলানো যাবে না। ওপরে আল্লাহ ও জনগণকে তিনি তাঁর শক্তি বলে ভাবেন। তাঁর মাথার ওপর রয়েছে জাতির পিতার আশীর্বাদের হাত। নির্বাচন সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চললেও তাঁর বিশ্বাস কেউ কিছু করতে পারবে না। হয়তো সাময়িক কিছু সমস্যা তৈরি হবে। তবে সেটা দেশের জনগণই মোকাবিলা করবে। প্রধানমন্ত্রী তাঁর কাতার সফর সম্পর্কে সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন। বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি বিএনপির সঙ্গে সংলাপ করেছিলেন। তারা ৩০০ আসনে ৭০০ নমিনেশন দিয়ে টাকা খেয়ে নিজেরাই নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। আমার মা-বাবার খুনিদের সঙ্গে সংলাপে বসেছি শুধু দেশের কথা চিন্তা করে। নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি কোনো চাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ রকম বহু চাপ ছিল, পদ্মা সেতুর আগে কম চাপ দেওয়া হয়নি। একটি দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যদের দিয়ে টেলিফোনের পর টেলিফোন করা হয়েছে। একজন ব্যক্তিকে ব্যাংকের এমডি পদে রাখতে হবে এই ছিল তাদের দাবি। কারণ এমডি পদে থাকলে মানি লন্ডারিং করা যায়। সেই চাপ তিনি সহ্য করেছেন। তিনি বলেন, বিএনপি নিজেরাই তাদের গঠনতন্ত্র ভঙ্গ করছে। তাদের গঠনতন্ত্রে সাজাপ্রাপ্ত আসামি নেতা হতে পারে না। অথচ সাজাপ্রাপ্ত আসামিকে তারা নিজেদের নেতা বানিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন, আগামী নির্বাচনেও জনগণ যেন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে প্রস্তুতি রয়েছে। দলীয় সরকারের অধীনেও যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে তা তাঁরা প্রমাণ করেছেন। স্থানীয় সরকার নির্বাচন-গুলোই এর প্রমাণ। প্রধানমন্ত্রী তাঁর কাতার সফর সফল বলে অভিহিত করেছেন। বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এটি তাঁদেরই স্লোগান। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাঁর সরকারের যে অঙ্গীকার ব্যক্ত করেছেন তা প্রশংসার দাবিদার। আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক শাসন পদ্ধতি এগিয়ে নিতে এ প্রতিশ্রুতিতে সরকার অটল থাকবে।
শিরোনাম
- গাইবান্ধায় উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ আট দল
- জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
- মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক ৭
- কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়ের রেকর্ড
- কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির ঢামেকে মৃত্যু
- ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের
- সাত দিন পেছাল অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
- ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা
- রাজধানীতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই
- আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
- ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না
- কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি
এগিয়ে নিতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর