দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি যে কোনো দেশের গরিব মানুষের জন্য এক বাড়তি বিড়ম্বনা। বাংলাদেশের মানুষের জন্যও তা মহাসত্যি। বিশেষ করে রোজার মাসে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সিয়াম সাধনায় মগ্ন থাকবেন তখন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রোজাদারদের মানসিক শান্তির বিঘ্ন হলে, তা জন-অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রমজানে দ্রব্যমূল্য বাড়বে না। দেশের বিগত ১৩টি রমজানের নিরিখে এ কথায় আস্থা রাখা গেলে সবাই খুশি হতেন। কিন্তু বাস্তবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে গত কয়েক মাস ধরে। রমজান না আসতেই দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতা সাধারণের। সব মিলিয়ে রোজা সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগীয় কমিশনাররা জেলা প্রশাসকদের দিয়েছেন বিশেষ নির্দেশনা। সে অনুযায়ী জেলা ও উপজেলায় বাজার মনিটরিং কমিটি গঠন করছে জেলা প্রশাসন। মাংসের দাম নতুন করে না বাড়লেও মাছের বাজারে রমজানের প্রভাব পড়েছে সপ্তাহখানেক আগে থেকে। সবজির দামও চড়া। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য বাড়ার পাশাপাশি বেড়েছে রমজানকেন্দ্রিক পণ্যের দামও। ছোলা, বেসন ও খেসারির ডালের দাম এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আর ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। গত এক বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৯০ শতাংশ। চাল, ডাল, তেল, চিনি, প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। রোজা সামনে রেখে গত এক মাসে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে ব্যবসায়ীদের মুনাফার পাহাড় স্ফীত করতে রোজায় নতুন করে কোনো পণ্যের দাম বাড়ানোর দরকার নেই। দেশের মানুষকে স্বস্তি দিতে হলে দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ শুধু নয় বরং তা সহনশীল মাত্রায় নামিয়ে আনার জন্য সরকারকে সক্রিয় হতে হবে। কারণ মাছ, মাংস, সবজিসহ সব খাদ্যপণ্যের দাম ইতোমধ্যে এতটাই বেড়েছে যে, তা কিনে খাওয়ার সাধ্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নেই। ফলে রোজায় পণ্যের দাম বৃদ্ধি রোধ নয়, সহনশীল মাত্রায় আনা সরকারের জন্য চ্যালেঞ্জ। এখানে আত্মপ্রসাদের সুযোগ নেই।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
রমজানের বাজার
নিত্যপণ্যের দাম কমানোর ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর