রবিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে মাত্রাতিরিক্ত বেগে চলা ঢাকাগামী একটি বাস নিচে পড়ে গেলে মারা গেছেন ১৯ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। হাইওয়ে পুলিশের মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন চালক। সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাত্রাতিরিক্ত গতিতে বাসটি চালানো হচ্ছিল এমন অভিযোগ নাকচ করেছেন ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক। তার ভাষ্য দুর্ঘটনার আগে বাসটি চলছিল ৭৯ কিলোমিটার বেগে। সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। ইমাদ পরিবহনের বাস কখন কী গতিতে চলছে তা তারা জিপিএস পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে পারেন। মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস নিচে পড়ে বিপুল সংখ্যক মানুষের হতাহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। একই দিন দেশের বগুড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত সাতজন। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা যথাযথ তদন্তে জানা যেতে পারে। তবে বাসটির মালিক পক্ষ দায় এড়াতে যত যুক্তিই দেখান না কেন, তাদের গাফিলতির বিষয়টি খুবই স্পষ্ট। দূরপাল্লার গাড়ি গন্তব্যস্থলে যাওয়ার আগে সবকিছু ঠিক মতো পরীক্ষা-নিরীক্ষা করাই নিয়ম। বাসের সামনের চাকায় ত্রুটি ছিল বলেই সেটি ফেটে গেছে এমনটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। দেশের সড়ক-মহাসড়কগুলো মৃত্যুকূপে পরিণত হচ্ছে যানবাহন চালকদের ভুল ও দায়িত্বহীনতার কারণে। এ প্রবণতা সামাল দিতে প্রশাসনকে কড়া হতে হবে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
সড়ক দুর্ঘটনা
দায়িত্বহীনতায় ঝরে পড়ছে জীবন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর