রবিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে মাত্রাতিরিক্ত বেগে চলা ঢাকাগামী একটি বাস নিচে পড়ে গেলে মারা গেছেন ১৯ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। হাইওয়ে পুলিশের মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন চালক। সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাত্রাতিরিক্ত গতিতে বাসটি চালানো হচ্ছিল এমন অভিযোগ নাকচ করেছেন ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক। তার ভাষ্য দুর্ঘটনার আগে বাসটি চলছিল ৭৯ কিলোমিটার বেগে। সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। ইমাদ পরিবহনের বাস কখন কী গতিতে চলছে তা তারা জিপিএস পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে পারেন। মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস নিচে পড়ে বিপুল সংখ্যক মানুষের হতাহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। একই দিন দেশের বগুড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত সাতজন। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা যথাযথ তদন্তে জানা যেতে পারে। তবে বাসটির মালিক পক্ষ দায় এড়াতে যত যুক্তিই দেখান না কেন, তাদের গাফিলতির বিষয়টি খুবই স্পষ্ট। দূরপাল্লার গাড়ি গন্তব্যস্থলে যাওয়ার আগে সবকিছু ঠিক মতো পরীক্ষা-নিরীক্ষা করাই নিয়ম। বাসের সামনের চাকায় ত্রুটি ছিল বলেই সেটি ফেটে গেছে এমনটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। দেশের সড়ক-মহাসড়কগুলো মৃত্যুকূপে পরিণত হচ্ছে যানবাহন চালকদের ভুল ও দায়িত্বহীনতার কারণে। এ প্রবণতা সামাল দিতে প্রশাসনকে কড়া হতে হবে।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
সড়ক দুর্ঘটনা
দায়িত্বহীনতায় ঝরে পড়ছে জীবন
প্রিন্ট ভার্সন
