জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর সমন্বয়কৃত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। জনসংখ্যার প্রায় ৯ কোটি ৪০ লাখের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রতিবেদন অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যাই বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি। দেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এমন আয়তনের একটি দেশে ১৭ কোটি মানুষের বাস দুনিয়ার সিংহভাগ মানুষের কাছে কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। তার পরও স্বস্তির বিষয় হলো, গত ৫২ বছরে দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে ১৭ কোটিতে দাঁড়ালেও কয়েক শতাব্দী ধরে বিরাজমান খাদ্যাভাবের এই দেশের মানুষ এখন অনেকাংশেই পেট পুরে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশের অপমানজনক অবস্থা ছেড়ে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সার্বিক অগ্রগতির মূলধন হিসেবে কাজ করেছে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই তরুণ। বিগত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অগ্রগতির পেছনে তারুণ্যের অবদান অনন্য। দেশকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিতে হবে কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোয় সাফল্যের পরিচয় দিয়েছে। জনবিস্ফোরণ এড়াতে এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
জনমিতিক সুবিধা
দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর