জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর সমন্বয়কৃত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। জনসংখ্যার প্রায় ৯ কোটি ৪০ লাখের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রতিবেদন অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যাই বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি। দেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এমন আয়তনের একটি দেশে ১৭ কোটি মানুষের বাস দুনিয়ার সিংহভাগ মানুষের কাছে কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। তার পরও স্বস্তির বিষয় হলো, গত ৫২ বছরে দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে ১৭ কোটিতে দাঁড়ালেও কয়েক শতাব্দী ধরে বিরাজমান খাদ্যাভাবের এই দেশের মানুষ এখন অনেকাংশেই পেট পুরে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশের অপমানজনক অবস্থা ছেড়ে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সার্বিক অগ্রগতির মূলধন হিসেবে কাজ করেছে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই তরুণ। বিগত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অগ্রগতির পেছনে তারুণ্যের অবদান অনন্য। দেশকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিতে হবে কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোয় সাফল্যের পরিচয় দিয়েছে। জনবিস্ফোরণ এড়াতে এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
জনমিতিক সুবিধা
দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর