জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর সমন্বয়কৃত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। জনসংখ্যার প্রায় ৯ কোটি ৪০ লাখের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রতিবেদন অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যাই বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি। দেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এমন আয়তনের একটি দেশে ১৭ কোটি মানুষের বাস দুনিয়ার সিংহভাগ মানুষের কাছে কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। তার পরও স্বস্তির বিষয় হলো, গত ৫২ বছরে দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে ১৭ কোটিতে দাঁড়ালেও কয়েক শতাব্দী ধরে বিরাজমান খাদ্যাভাবের এই দেশের মানুষ এখন অনেকাংশেই পেট পুরে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশের অপমানজনক অবস্থা ছেড়ে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সার্বিক অগ্রগতির মূলধন হিসেবে কাজ করেছে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই তরুণ। বিগত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অগ্রগতির পেছনে তারুণ্যের অবদান অনন্য। দেশকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিতে হবে কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোয় সাফল্যের পরিচয় দিয়েছে। জনবিস্ফোরণ এড়াতে এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
জনমিতিক সুবিধা
দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর