জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর সমন্বয়কৃত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। জনসংখ্যার প্রায় ৯ কোটি ৪০ লাখের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রতিবেদন অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যাই বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি। দেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এমন আয়তনের একটি দেশে ১৭ কোটি মানুষের বাস দুনিয়ার সিংহভাগ মানুষের কাছে কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। তার পরও স্বস্তির বিষয় হলো, গত ৫২ বছরে দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে ১৭ কোটিতে দাঁড়ালেও কয়েক শতাব্দী ধরে বিরাজমান খাদ্যাভাবের এই দেশের মানুষ এখন অনেকাংশেই পেট পুরে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশের অপমানজনক অবস্থা ছেড়ে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সার্বিক অগ্রগতির মূলধন হিসেবে কাজ করেছে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই তরুণ। বিগত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অগ্রগতির পেছনে তারুণ্যের অবদান অনন্য। দেশকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিতে হবে কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোয় সাফল্যের পরিচয় দিয়েছে। জনবিস্ফোরণ এড়াতে এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা