জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর সমন্বয়কৃত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। জনসংখ্যার প্রায় ৯ কোটি ৪০ লাখের বয়স ২৯ বছরের কম। অর্থাৎ তারুণ্যের কারণে জনসংখ্যার যে জনমিতিক সুবিধা, তা পুরোপুরি বাংলাদেশের অনুকূলে রয়েছে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কৃত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রতিবেদন অনুযায়ী দেশে ২৯ বছরের কম বয়সীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যাই বেশি। এ বয়সী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লাখ, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ। দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সামান্য বেশি। দেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। এমন আয়তনের একটি দেশে ১৭ কোটি মানুষের বাস দুনিয়ার সিংহভাগ মানুষের কাছে কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। তার পরও স্বস্তির বিষয় হলো, গত ৫২ বছরে দেশের জনসংখ্যা ৭ কোটি থেকে ১৭ কোটিতে দাঁড়ালেও কয়েক শতাব্দী ধরে বিরাজমান খাদ্যাভাবের এই দেশের মানুষ এখন অনেকাংশেই পেট পুরে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশের অপমানজনক অবস্থা ছেড়ে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সার্বিক অগ্রগতির মূলধন হিসেবে কাজ করেছে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই তরুণ। বিগত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অগ্রগতির পেছনে তারুণ্যের অবদান অনন্য। দেশকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের প্রশিক্ষণের দিকে নজর দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিতে হবে কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোয় সাফল্যের পরিচয় দিয়েছে। জনবিস্ফোরণ এড়াতে এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
জনমিতিক সুবিধা
দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর