ডলার সংকট দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ডেকে আনছে সর্বনাশ। আমদানিনির্ভর প্রতিটি পণ্যের দাম বাড়ছে মাত্রাতিরিক্ত দামে ডলার কিনে এলসি খোলার কারণে। জীবন রক্ষাকারী বিভিন্ন চিকিৎসা সামগ্রী আমদানি করাও কঠিন হয়ে পড়ছে সরকারি প্রতিষ্ঠানের পক্ষে। দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে ডলার সংকটের কারণে। সরকারি হাসপাতালগুলোতে ভাল্ব সংকটে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিস্থাপন। মিলছে না অক্সিজেনেটরও। ডলার সংকটে ব্যাংকে এলসি খুলতে না পারায় জীবন রক্ষাকারী এসব ডিভাইস আনতে পারছেন না আমদানিকারকরা। ডলার সংকটে স্টেন্ট বা রিংয়ের দাম বাড়ায় বিপাকে পড়েছেন হৃদরোগীরা। ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় নিয়মিতই চলছে ভাল্ব প্রতিস্থাপন, রিং পরানোসহ অন্যান্য সার্জারি। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ বহন করার সামর্থ্য নেই অনেক রোগীর। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল- সরকারি এ তিনটি প্রতিষ্ঠানেই ১০ মাস ধরে ভাল্ব ও অক্সিজেনেটর সংকট চলছে। শুরুতে মজুদকৃত ডিভাইসে সার্জারি চললেও আড়াই মাস ধরে তা-ও ফুরিয়ে এসেছে। হৃদরোগ ইনস্টিটিউটে ঢিমেতালে চললেও অন্য দুই হাসপাতালে প্রায় বন্ধের পথেই। অক্সিজেনেটরের অবস্থাও একই। সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটিতে রয়েছে শত জটিলতা। সেগুলো অতিক্রম করে ডলার সংকটের দুর্দিনে মেডিকেল ডিভাইস সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে সরকারি হাসপাতালগুলোর পক্ষে। নানা জটিলতা এড়িয়ে তারা হৃদরোগ চিকিৎসার যেসব মেডিকেল ডিভাইস সংগ্রহ করতে পারছে তা রোগীদের কাছে আর সহজপ্রাপ্য থাকছে না। হৃদরোগ চিকিৎসায় জটিলতা দেখা দেওয়ায় অনেকেই ছুটে যাচ্ছেন ভারত-থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে। তাতে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। ডলার সংকট আরও জটিল করে তুলছে। এ প্রেক্ষাপটে চিকিৎসা সামগ্রী আমদানিতে কর্তৃপক্ষ উদার হবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা