ডলার সংকট দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ডেকে আনছে সর্বনাশ। আমদানিনির্ভর প্রতিটি পণ্যের দাম বাড়ছে মাত্রাতিরিক্ত দামে ডলার কিনে এলসি খোলার কারণে। জীবন রক্ষাকারী বিভিন্ন চিকিৎসা সামগ্রী আমদানি করাও কঠিন হয়ে পড়ছে সরকারি প্রতিষ্ঠানের পক্ষে। দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে ডলার সংকটের কারণে। সরকারি হাসপাতালগুলোতে ভাল্ব সংকটে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিস্থাপন। মিলছে না অক্সিজেনেটরও। ডলার সংকটে ব্যাংকে এলসি খুলতে না পারায় জীবন রক্ষাকারী এসব ডিভাইস আনতে পারছেন না আমদানিকারকরা। ডলার সংকটে স্টেন্ট বা রিংয়ের দাম বাড়ায় বিপাকে পড়েছেন হৃদরোগীরা। ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় নিয়মিতই চলছে ভাল্ব প্রতিস্থাপন, রিং পরানোসহ অন্যান্য সার্জারি। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ বহন করার সামর্থ্য নেই অনেক রোগীর। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল- সরকারি এ তিনটি প্রতিষ্ঠানেই ১০ মাস ধরে ভাল্ব ও অক্সিজেনেটর সংকট চলছে। শুরুতে মজুদকৃত ডিভাইসে সার্জারি চললেও আড়াই মাস ধরে তা-ও ফুরিয়ে এসেছে। হৃদরোগ ইনস্টিটিউটে ঢিমেতালে চললেও অন্য দুই হাসপাতালে প্রায় বন্ধের পথেই। অক্সিজেনেটরের অবস্থাও একই। সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটিতে রয়েছে শত জটিলতা। সেগুলো অতিক্রম করে ডলার সংকটের দুর্দিনে মেডিকেল ডিভাইস সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে সরকারি হাসপাতালগুলোর পক্ষে। নানা জটিলতা এড়িয়ে তারা হৃদরোগ চিকিৎসার যেসব মেডিকেল ডিভাইস সংগ্রহ করতে পারছে তা রোগীদের কাছে আর সহজপ্রাপ্য থাকছে না। হৃদরোগ চিকিৎসায় জটিলতা দেখা দেওয়ায় অনেকেই ছুটে যাচ্ছেন ভারত-থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে। তাতে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। ডলার সংকট আরও জটিল করে তুলছে। এ প্রেক্ষাপটে চিকিৎসা সামগ্রী আমদানিতে কর্তৃপক্ষ উদার হবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
হৃদরোগ চিকিৎসা
মেডিকেল ডিভাইস আমদানি সহজ করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর