দাবদাহে পুড়ছে দেশের মানুষ। গ্রাম শহর সর্বত্রই মানুষের হাহাকার আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। দাবদাহে দেশজুড়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা সার্বিক চাহিদার চেয়ে অনেক অনেক বেশি হলেও জ্বালানি সংকটে সে সুবিধা কাজে লাগানো যাচ্ছে না। ডলার সংকটে জ্বালানি তেল, এলএনজি ও কয়লা আমদানি কমায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার সঙ্গে উৎপাদনের পার্থক্য তৈরি হওয়ায় লোডশেডিং বেড়েছে। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪৭ শতাংশ গ্যাসভিত্তিক। গ্যাসসংকটে গ্যাসভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্র চালানো যাচ্ছে না। এ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ১১ হাজার মেগাওয়াট। বুধবার দিনের বেলায় উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট। ফার্নেস অয়েল ও ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৭ হাজার মেগাওয়াটের বেশি। বুধবার দিনের বেলায় উৎপাদন হয়েছে ২ হাজার ২১৫ মেগাওয়াট। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৪৪০ মেগাওয়াট। গতকাল দিনের বেলায় উৎপাদন হয়েছে ২ হাজার ১৫৭ মেগাওয়াট। কয়লাসংকটে দেশের সবচেয়ে বড় ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার মুখে। কেন্দ্রের দুই ইউনিটের একটি এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। মজুদ কয়লা দিয়ে দ্বিতীয় ইউনিট চলতে পারে আগামী ৩ থেকে ৪ জুন পর্যন্ত। আবহাওয়াবিদদের আশঙ্কা, অস্বস্তিকর গরম আরও কয়েক দিন অনুভূত হবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত চলতে থাকবে অস্বস্তিকর অবস্থা। দাবদাহে জনজীবনের কষ্ট বাড়িয়েছে ঘনঘন লোডশেডিং। রাজধানীতেই প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ উধাও হয়ে যাচ্ছে। আর গ্রামে তো কথাই নেই। যেখানে বিদ্যুৎ কখন যায় সেটি কোনো আলোচ্য বিষয় নয়। বিদ্যুৎ কখন আসে সেটিই সবার কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আজকের যুগে বিদ্যুৎ হলো উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। সেহেতু উৎপাদন ব্যবস্থা এবং জনজীবনের স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দিকে নজর দিতে হবে। এ জন্য অন্য খাতে খরচ কমিয়ে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন