বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার ঘটছে নিয়মিত এবং এ নিয়ে কারোর মধ্যে দ্বিমত নেই বললেই চলে। তবে অর্থ পাচারকারী কারা এ নিয়ে রয়েছে বিতর্ক এবং একই সঙ্গে বিভ্রান্তি। এক সময় পৃথিবীর সবচেয়ে গরিব বাংলাদেশ অর্ধশতাব্দীর ব্যবধানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ দেশে স্পুটনিক গতিতে ধনিক শ্রেণির বিকাশ ঘটেছে। যারা বিদেশে অর্থ পাচার করছে তাদের সঙ্গে আমজনতার কোনো সম্পর্ক নেই বা থাকার কথা নয়। নুন আনতে যাদের পান্তা ফুরায় এমন মানুষের সংখ্যা এখনো এ দেশে বিশাল। যারা বিদেশে অর্থ পাচার করে তাদের মধ্যে আমলা, কর ফাঁকিবাজ, অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিকদের কথাই বেশি উচ্চারিত হয়। অর্থ পাচার করে সুইস ব্যাংকে রাখা এত দিন বাংলাদেশি পাচারকারীদের ঐতিহ্যে পরিণত হয়েছিল। সারা বিশ্বের ধনীদের অর্থ জমা রাখার জন্য বহুদিন ধরে পরিচিত সুইজারল্যান্ড। নাম-পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের আমানতকারীদের নির্ভরশীল ব্যাংক বলে পরিচিত সুইস ব্যাংকগুলো। এসব কারণে কর ফাঁকি দেওয়া ও অবৈধভাবে আয় করা অর্থ জমা হয় সুইস ব্যাংকে। গ্রাহক নির্দিষ্ট করে তথ্য না দিলেও এক বছর ধরে টাকার হিসাব প্রকাশ করছে ন্যাশনাল সুইস ব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরের শেষে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্রাঁতে। প্রতি ফ্রাঁ ১২১ টাকা ধরে হিসাব করলে আমানতের পরিমাণ ৬৬৮ কোটি টাকা। এক বছর আগে জমার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। এক বছরে বাংলাদেশিদের আমানত কমেছে ১০ হাজার ৫৩৭ কোটি টাকা। ২০২২ সালজুড়ে বাংলাদেশি আমানতকারীরা সুইস ব্যাংক থেকে এ অর্থ তুলে নিয়েছেন। হঠাৎ করে সর্বনিম্নে নেমে আসার কারণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, ২০২০ সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশ থেকে যারা অর্থ পাচারের অপকর্মে জড়িত তারা দেশ ও জনগণের বন্ধু যে নয় তা স্পষ্ট। পাচারকারীদের চিহ্নিত ও পাকড়াও করা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
বিদেশে অর্থ পাচার
ওদের চিহ্নিত ও পাকড়াও করুন
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর