দেশের ইতিহাসে এবারই প্রথম স্বস্তির ঈদযাত্রা উপভোগ করার সুযোগ পাচ্ছে ঘরমুখো মানুষ। রাজধানীর অন্তত ৭৫ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য ঢাকা ছাড়ছে। ঢাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে সপ্তাহখানেক আগে। গত শুক্রবারই ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে ট্রেন, লঞ্চ, বাস টার্মিনালগুলোয়। তবে অতীতের মতো কোথাও নেই হুড়োহুড়ি। রবিবার ট্রেনের টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনেও দেখা যায়নি দীর্ঘ লাইন। স্টেশনে মাদুর বিছিয়ে আগের দিন থেকে অপেক্ষা করতে দেখা যায়নি কাউকে। বাস কাউন্টারগুলোয়ও দেখা যায়নি উপচে পড়া ভিড়। অনলাইনে টিকিট বিক্রি বাড়ানোয় কমে গেছে ভোগান্তি। নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে অগ্রিম টিকিট কেটে টার্মিনালে গিয়েই বাস বা ট্রেনে ওঠার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশনে এখন টিকিট ছাড়া প্ল্যাটফরমে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই প্ল্যাটফরমে নেই অতিরিক্ত চাপ। স্টেশনের ব্যবস্থাপনা ঠিক রাখতে বাঁশ দিয়ে ছয়টি গেট তৈরি করা হয়েছে। সেখানে ট্রেনের টিকিট ও এনআইডি কার্ড চেক করা হচ্ছে। প্রতিটি ট্রেন ছাড়ার আগে নন-এসি মোট আসন সংখ্যার ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট হিসেবে ছাড়া হচ্ছে। এসব টিকিট নিতে যাত্রীরা কাউন্টারে লাইন ধরলেও খুব বেশি ভিড় নেই। পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বাসে যাতায়াত করা যায় স্বস্তির সঙ্গে। ঈদের জন্য যাত্রীসংখ্যা কয়েক গুণ বাড়লেও প্রয়োজনীয় বাস থাকায় ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছে ঘরমুখো মানুষ। এ বছর ট্রেন-বাসের টিকিট নিয়ে কালোবাজারি নেই বললেই চলে। লঞ্চযাত্রায়ও রয়েছে স্বস্তির ছাপ। স্বজনদের সঙ্গে ঈদ করা এ দেশের মানুষের অভ্যাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। ফলে ঈদ এলেই শুরু হতো বাস, ট্রেন, লঞ্চের টিকিট কাটার পুলসিরাত পাড়ি দেওয়ার ভোগান্তি। পদ্মা ও বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং দেশের সড়কপথের দৃষ্টিকাড়া উন্নয়নে সেই ভোগান্তির অবসান ঘটেছে। তবে ঈদে সড়ক দুর্ঘটনা সম্পর্কে বাড়তি সতর্ক থাকতে হবে। ঈদযাত্রায় যাতে ট্র্যাজেডির উদ্ভব না ঘটে, সে বিষয়ে সাবধানতার বিকল্প নেই।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
স্বস্তির ঈদযাত্রা
৭৫ লাখ মানুষ ঢাকা ছাড়ছে নির্বিঘ্নে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর