বিশ্ববাজারে তেল গ্যাস কয়লার দাম বৃদ্ধিতে যেসব দেশ নাজুক অবস্থায় পড়েছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। জ্বালানির ক্ষেত্রে বহুলাংশেই আমদানিনির্ভর হওয়ায় আমদানিকারক সব দেশকে এক-দেড় বছর আগের তুলনায় দ্বিগুণ-তিন গুণ দামে জ্বালানি কিনতে হচ্ছে। ক্রমান্বয়ে উজাড় হয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ। দেশের স্থলভাগে গ্যাসের মজুদ শেষ হওয়ার পক্ষে। পরিস্থিতির মোকাবিলায় সরকারের আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান। কিন্তু দেশের স্থলভাগে বড় ধরনের কোনো তেল ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা কম। এ প্রেক্ষাপটে ভরসা রাখতে হচ্ছে সাগর প্রান্তের ওপর। বাংলাদেশের সাগর সীমায় তেল-গ্যাসের ভালো মজুদ আছে বলে বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু তেল-গ্যাস উত্তোলন এবং বণ্টন সম্পর্কে মতপার্থক্য থাকায় বহুজাতিক কোম্পানিগুলো এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছিল না। যে কারণে নতুন উৎপাদন ও অংশীদারি চুক্তির দিকে এগোচ্ছে সরকার। এতে বিদেশি কোম্পানি প্রাপ্ত তেল-গ্যাসের ৫০ শতাংশ পাবে। আর বাংলাদেশ না কিনলে থাকবে রপ্তানির বিধানও। সরকারের জ্বালানি বিভাগ জাতীয় নির্বাচনের আগে এক্সন মবিলের সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়টি চূড়ান্ত করার পথে হাঁটছে। সরকার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই কোম্পানির প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে। গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে এক্সন মবিল। প্রথম দফায় চলতি বছর মার্চে পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় কোম্পানিটি। সরকারের উচ্চপর্যায়ে এটি নিয়ে আলোচনা হয় এবং এ নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য নীতিগত সম্মতি পাওয়া যায়। জুলাই মাসে এক্সন মবিল জ্বালানি মন্ত্রণালয়ে সর্বশেষ প্রস্তাব পাঠায়। তারা গভীর সমুদ্রের ব্লকগুলোর বাইরেও কাজ করার আগ্রহ দেখিয়েছে। এক্সন মবিল কর্তৃপক্ষ জানায় যে যদি এই অনুসন্ধান সফল হয় তাহলে বছরে বাংলাদেশের তিন বিলিয়ন ডলার সাশ্রয় হবে, যা বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে ব্যয় হচ্ছে। আমরা আশা করব জ্বালানি সংকট মোচনের স্বার্থে সরকার দেশের স্বার্থ রক্ষা সাপেক্ষে দ্রুত এ চুক্তিতে আবদ্ধ হবে। পাশাপাশি তেল-গ্যাস উত্তোলনে নিজেদের সক্ষমতা গড়ে তোলার দিকে নজর দেবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
তেল-গ্যাস অনুসন্ধান
সমুদ্র প্রান্তের ওপর শেষ ভরসা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর