দুনিয়ার অগ্রসর সব দেশের মতো বাংলাদেশের ব্যাংকিং খাতও প্রযুক্তিনির্ভর। এনালগ যুগের বিদায় ঘটছে ব্যাংকিং খাত থেকে। তবে তথ্যপ্রযুক্তি যথাযথভাবে আয়ত্ত এবং তার সুরক্ষার ব্যাপারে রয়ে গেছে ঘাটতি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় বলা হয়েছে, দেশের ৮০ ভাগ ব্যাংক ২০২২ সালে সাইবার হামলার শিকার হয়েছে। ঘটেছে তথ্য চুরির ঘটনা। ভাইরাসেও আক্রান্ত হয়েছে বিভিন্ন ব্যাংক। এ ধরনের ঝুঁকি প্রতিরোধের সক্ষমতা নেই দেশের ৮০ ভাগের বেশি ব্যাংকের। ব্যাংক খাতের লেনদেন থেকে শুরু করে হিসাব-নিকাশ এখন প্রযুক্তিনির্ভর। কিন্তু সেই প্রযুক্তি ব্যবস্থা কতটা সুরক্ষিত তা জানার উদ্যোগ নিয়েছিল বিআইবিএম। এ জন্য সংস্থাটি দেশের ৩২টি বাণিজ্যিক ব্যাংকের ওপর জরিপ চালিয়েছে। জরিপে উঠে এসেছে দেশের ৮১ শতাংশ ব্যাংকের সিস্টেম কোনো না কোনো সময় বন্ধ হয়েছে দুর্বল ব্যবস্থাপনার কারণে। তথ্য চুরি হয়েছে ১১ শতাংশ ব্যাংকের। ম্যালওয়্যার ভাইরাস বা হামলার শিকার হয়েছে ৬১ শতাংশ ব্যাংক। সার্ভারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ১৫ শতাংশ ব্যাংকের। আর প্রতারণার ঘটনা ঘটেছে ২০ শতাংশ ব্যাংকে। তথ্য হারানো গেছে ৮১ শতাংশ ব্যাংকের। বিশেষজ্ঞদের মতে, দেশের ব্যাংকিং খাত তথ্যপ্রযুক্তি মাধ্যমে পরিচালিত হলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সমস্যার উদ্ভব ঘটাচ্ছে। প্রতি মুহূর্তে তথ্যপ্রযুক্তির আপডেট হলেও দেশের ব্যাংকগুলোতে আপডেট করার ক্ষেত্রে মাসের পর মাস শুধু নয়, বছরও পার হয়। ফলে তথ্যপ্রযুক্তির সুবিধা সময়মতো কাজে লাগানো যাচ্ছে না। সাইবার হামলা মোকাবিলার প্রস্তুতিও কম। বিশেষজ্ঞদের মতে, টেকনোলজি ব্যবস্থাপনার জন্য ব্যাংক খাত থেকে যে অর্থ বিদেশে চলে যাচ্ছে তার ২০ থেকে ৩০ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যবহার হলে সাইবার হামলার ঝুঁকি থেকে ভবিষ্যতে মুক্ত থাকা সম্ভব হবে। ব্যাংকে জমা থাকে সাধারণ মানুষের অর্থ। যে অর্থ নিয়ে ব্যাংকগুলো ব্যবসা করে। এ অর্থের নিরাপত্তার প্রযুক্তিগত সক্ষমতা যেমন বাড়ানো দরকার তেমন বাড়াতে হবে সাইবার হামলা মোকাবিলার দক্ষতা।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
ব্যাংকিং খাতে সুরক্ষা
চাই সাইবার হামলা রোধের সক্ষমতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর