পদ্মা সেতু দিয়ে ট্রেনে এখন যাওয়া যাবে খুলনা হয়ে কুষ্টিয়া, বেনাপোল। ট্রেনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়া-আসার সুযোগ সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার। এ নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ঢাকা থেকে এত দিন ট্রেনে খুলনা, যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে হতো যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু হয়ে। ১০-১২ ঘণ্টার ক্লান্তিকর সে ভ্রমণ এখন ইতিহাসের অংশ। গত বুধবার পদ্মায় নতুন দুয়ার খুলে যাওয়ায় আরেক স্বপ্ন পূরণ হলো দক্ষিণের বিভিন্ন জেলার মানুষের। ঢাকা থেকে পদ্মা রেল সেতুতে যাত্রী নিয়ে প্রথমবারের মতো চলল ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে পদ্মা সেতুর ওপর দিয়ে খুব কম সময়েই গন্তব্যে পৌঁছেছে মানুষ। প্রথমবারের মতো ট্রেন চলাচলে রেললাইনের দুই ধারে উপস্থিত হয়ে মানুষ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রমত্তা পদ্মার বুক চিরে বাসযোগে দক্ষিণের পথে চলার স্বপ্ন পূরণ হয়েছে এক বছরের বেশি সময় আগে। সেই পথে এবার ট্রেনযোগে বাড়ি ফেরার স্বপ্নও পূরণ হলো পদ্মাপাড় ও দক্ষিণাঞ্চলের মানুষের। খুলনা থেকে বুধবার রাতেই পদ্মা সেতু হয়ে ঢাকায় কমলাপুরে আসে আন্তনগর খুলনা এক্সপ্রেস ট্রেন। সকাল সোয়া ৮টায় প্রথমবারের মতো ঢাকা থেকে যাত্রী নিয়ে ফের পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথে চলে যায় ট্রেনটি। ইতিহাসের সাক্ষী হতে অনেকে স্টেশনে চলে আসেন খুব সকালেই। এত দিন যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু হয়ে চললেও এখন থেকে দক্ষিণের পথে চলা সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে বেনাপোল এক্সপ্রেসও চলবে পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতু তৈরির আগে ফেরি পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় যাওয়া যেত। ট্রেনে খুলনায় যেতে গড়ে ৪-৫ ঘণ্টা সময় বেশি লাগত। তার পরও যারা বাস ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা বেশি টাকা ও সময় ব্যয় করে ট্রেনে যেতে বাধ্য হতেন। সে ভোগান্তির অবসান ঘটেছে পদ্মার ওপর দিয়ে সরাসরি ট্রেন চলাচলের সুবাদে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ট্রেনে পদ্মা পাড়ি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্ছ্বাস
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর