বাংলাদেশের জ্বালানি চাহিদার সিংহভাগই আমদানিনির্ভর। এ পরনির্ভরতার ধকল হাড়ে হাড়ে অনুভব হচ্ছে গত দুই বছর ধরে। বিদেশ থেকে মাত্রাতিরিক্ত দামে তেল, গ্যাস, কয়লা কিনতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে টান পড়ছে। জ্বালানি চাহিদার এক বড় অংশ যাতে দেশেই সংগ্রহ করা যায় সে উদ্দেশ্যে কাজ করছে সরকার। দেশের সমুদ্রসীমায় তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। তবে এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া বাড়ানো হয়েছে। পরিত্যক্ত কূপ থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে সাফল্যও অর্জিত হচ্ছে। সিলেটের একটি পরিত্যক্ত কূপ হতে গত বুধবার থেকে বাণিজ্যিকভিত্তিক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বর্তমান বাজার বিবেচনায় ওই কূপে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। আর এলএনজির বাজার বিবেচনায় ওই গ্যাসের মূল্য ৯ হাজার ৯০০ কোটি টাকা। দেশের অভ্যন্তরে জ্বালানি অনুসন্ধানের অংশ হিসেবে এসজিএফএলের মালিকানাধীন গ্যাসক্ষেত্রগুলোতে ১৪টি কূপ খনন ও পুনর্খননের কাজ শুরু হয়। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ শেষ করে গত বছর থেকে বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু হয়। সর্বশেষ কৈলাসটিলার ২ নম্বর কূপের নতুন স্তর থেকে বুধবার গ্যাস উত্তোলন শুরু হয়। উৎপাদনে যাওয়া গ্যাসকূপ চারটি থেকে প্রায় ৮৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে সরকার দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রে ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনর্খননের উদ্যোগ নেয়। ২০২৫ সালের মধ্যে কূপগুলোর খননকাজ শেষ হওয়ার কথা। অনুসন্ধান ও খননকাজ শেষে কূপগুলো থেকে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট নিরসনে স্থলভাগে সাফল্য অর্জনের সম্ভাবনা কম। তাই সমুদ্রসীমার দিকে বাড়তি মনোযোগ দিতে হবে এবং সেটিই উত্তম।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
তেল-গ্যাস অনুসন্ধান
সমুদ্রসীমার দিকে জোর দিতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর