যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক রং পাল্টিয়েছে বারবার। মুক্তিযুদ্ধে সে দেশের সরকার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটি যেমন ঠিক, তেমনি সে দেশের সাধারণ মানুষ যে বাংলাদেশের পক্ষে ছিল তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশক পর করোনাকালেও অনুভূত হয়েছে মার্কিন মহানুভূবতা। হাজার হাজার কোটি টাকার করোনা ভ্যাকসিন তারা বাংলাদেশকে দিয়েছে উপহার হিসেবে। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জন তাতে ইন্ধন জোগায়। মনে হচ্ছিল সরকার বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেবে। এ নিয়ে উদ্বেগও সৃষ্টি হয়। তবে আশার কথা, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের চিত্র পাল্টে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে নির্বাচনপূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা আসছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েনের পর বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই দুই দেশ সম্পর্ক সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে। এতে সামনের দিনগুলোয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে আনছে না। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে না এলেও দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করেছে। যে কারণে পরস্পরবিরোধী দুই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোত্তম অভিধা পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ বরাবরই আগ্রহী। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তা এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ইতিবাচক পরিবর্তন আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
