যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক রং পাল্টিয়েছে বারবার। মুক্তিযুদ্ধে সে দেশের সরকার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটি যেমন ঠিক, তেমনি সে দেশের সাধারণ মানুষ যে বাংলাদেশের পক্ষে ছিল তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশক পর করোনাকালেও অনুভূত হয়েছে মার্কিন মহানুভূবতা। হাজার হাজার কোটি টাকার করোনা ভ্যাকসিন তারা বাংলাদেশকে দিয়েছে উপহার হিসেবে। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জন তাতে ইন্ধন জোগায়। মনে হচ্ছিল সরকার বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেবে। এ নিয়ে উদ্বেগও সৃষ্টি হয়। তবে আশার কথা, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের চিত্র পাল্টে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে নির্বাচনপূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা আসছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েনের পর বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই দুই দেশ সম্পর্ক সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে। এতে সামনের দিনগুলোয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে আনছে না। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে না এলেও দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করেছে। যে কারণে পরস্পরবিরোধী দুই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোত্তম অভিধা পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ বরাবরই আগ্রহী। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তা এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ইতিবাচক পরিবর্তন আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর