যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক রং পাল্টিয়েছে বারবার। মুক্তিযুদ্ধে সে দেশের সরকার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটি যেমন ঠিক, তেমনি সে দেশের সাধারণ মানুষ যে বাংলাদেশের পক্ষে ছিল তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশক পর করোনাকালেও অনুভূত হয়েছে মার্কিন মহানুভূবতা। হাজার হাজার কোটি টাকার করোনা ভ্যাকসিন তারা বাংলাদেশকে দিয়েছে উপহার হিসেবে। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জন তাতে ইন্ধন জোগায়। মনে হচ্ছিল সরকার বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেবে। এ নিয়ে উদ্বেগও সৃষ্টি হয়। তবে আশার কথা, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের চিত্র পাল্টে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে নির্বাচনপূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা আসছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েনের পর বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই দুই দেশ সম্পর্ক সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে। এতে সামনের দিনগুলোয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে আনছে না। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে না এলেও দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করেছে। যে কারণে পরস্পরবিরোধী দুই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোত্তম অভিধা পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ বরাবরই আগ্রহী। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তা এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ইতিবাচক পরিবর্তন আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর