যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক রং পাল্টিয়েছে বারবার। মুক্তিযুদ্ধে সে দেশের সরকার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটি যেমন ঠিক, তেমনি সে দেশের সাধারণ মানুষ যে বাংলাদেশের পক্ষে ছিল তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশক পর করোনাকালেও অনুভূত হয়েছে মার্কিন মহানুভূবতা। হাজার হাজার কোটি টাকার করোনা ভ্যাকসিন তারা বাংলাদেশকে দিয়েছে উপহার হিসেবে। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জন তাতে ইন্ধন জোগায়। মনে হচ্ছিল সরকার বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেবে। এ নিয়ে উদ্বেগও সৃষ্টি হয়। তবে আশার কথা, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের চিত্র পাল্টে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে নির্বাচনপূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা আসছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েনের পর বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই দুই দেশ সম্পর্ক সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে। এতে সামনের দিনগুলোয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে আনছে না। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে না এলেও দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করেছে। যে কারণে পরস্পরবিরোধী দুই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোত্তম অভিধা পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ বরাবরই আগ্রহী। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তা এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ইতিবাচক পরিবর্তন আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর