যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক রং পাল্টিয়েছে বারবার। মুক্তিযুদ্ধে সে দেশের সরকার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটি যেমন ঠিক, তেমনি সে দেশের সাধারণ মানুষ যে বাংলাদেশের পক্ষে ছিল তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশক পর করোনাকালেও অনুভূত হয়েছে মার্কিন মহানুভূবতা। হাজার হাজার কোটি টাকার করোনা ভ্যাকসিন তারা বাংলাদেশকে দিয়েছে উপহার হিসেবে। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জন তাতে ইন্ধন জোগায়। মনে হচ্ছিল সরকার বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেবে। এ নিয়ে উদ্বেগও সৃষ্টি হয়। তবে আশার কথা, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের চিত্র পাল্টে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে নির্বাচনপূর্ব ও পরবর্তী আচরণে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। বাংলাদেশ নিয়ে ইতিবাচক কথা আসছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েনের পর বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই দুই দেশ সম্পর্ক সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে। এতে সামনের দিনগুলোয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়টিকে সেভাবে আর সামনে আনছে না। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আগের অবস্থান থেকে সরে না এলেও দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করেছে। যে কারণে পরস্পরবিরোধী দুই প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোত্তম অভিধা পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ বরাবরই আগ্রহী। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তা এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ইতিবাচক পরিবর্তন আশাজাগানিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর