ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বৃদ্ধি পাচ্ছে নদনদীর পানি। প্রতিদিনই নতুন নতুন এলাকা পানিতে ডুবছে। ফসলের মাঠ ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ও সবজি চাষ। বন্যাকবলিত প্রতিটি এলাকার মানুষের দুর্যোগ বাড়ছে পাল্লা দিয়ে। বিশুদ্ধ পানির সংকট বন্যাদুর্গতদের ভোগাচ্ছে। টাঙ্গাইলের ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে। সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীভাঙনে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষ। রংপুরে লন্ডভন্ড হয়ে গেছে তিস্তার তীব্র স্রোতে গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন। দিনাজপুরে করতোয়া নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়েছে নিম্নাঞ্চল। জামালপুরের মেলান্দহেও নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যায় সিরাজগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সহস্রাধিক তাঁত কারখানা পানির নিচে। ফলে মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পানি বৃদ্ধিতে যমুনার অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। বন্যা উপদ্রুত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। প্রয়োজনীয় সহায়তা না পৌঁছায় বন্যাকবলিতদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় মোকাবিলা করেই টিকে আছে দেশের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বাধীনতার পর নানামুুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও প্রতি বছরই বন্যা দেশের বিভিন্ন এলাকার জনজীবনে বিপর্যয় ডেকে আনে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে প্রশাসনসহ সমাজের সম্পন্ন মানুষদের দাঁড়াতে হবে। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে ত্রাণকাজে। নদনদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে বন্যার অভিশাপ জেঁকে ধরে। এ থেকে রক্ষা পেতে নদনদী খননে জোর দিতে হবে। তাতে শুষ্ক মৌসুমে সেচের জন্য চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাবে। রোধ করা যাবে বন্যার গ্রাসও।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
বন্যার করাল গ্রাস
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর