ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বৃদ্ধি পাচ্ছে নদনদীর পানি। প্রতিদিনই নতুন নতুন এলাকা পানিতে ডুবছে। ফসলের মাঠ ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ও সবজি চাষ। বন্যাকবলিত প্রতিটি এলাকার মানুষের দুর্যোগ বাড়ছে পাল্লা দিয়ে। বিশুদ্ধ পানির সংকট বন্যাদুর্গতদের ভোগাচ্ছে। টাঙ্গাইলের ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে। সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীভাঙনে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষ। রংপুরে লন্ডভন্ড হয়ে গেছে তিস্তার তীব্র স্রোতে গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন। দিনাজপুরে করতোয়া নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়েছে নিম্নাঞ্চল। জামালপুরের মেলান্দহেও নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যায় সিরাজগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সহস্রাধিক তাঁত কারখানা পানির নিচে। ফলে মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পানি বৃদ্ধিতে যমুনার অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। বন্যা উপদ্রুত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। প্রয়োজনীয় সহায়তা না পৌঁছায় বন্যাকবলিতদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় মোকাবিলা করেই টিকে আছে দেশের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বাধীনতার পর নানামুুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও প্রতি বছরই বন্যা দেশের বিভিন্ন এলাকার জনজীবনে বিপর্যয় ডেকে আনে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে প্রশাসনসহ সমাজের সম্পন্ন মানুষদের দাঁড়াতে হবে। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে ত্রাণকাজে। নদনদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে বন্যার অভিশাপ জেঁকে ধরে। এ থেকে রক্ষা পেতে নদনদী খননে জোর দিতে হবে। তাতে শুষ্ক মৌসুমে সেচের জন্য চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাবে। রোধ করা যাবে বন্যার গ্রাসও।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বন্যার করাল গ্রাস
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর