ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বৃদ্ধি পাচ্ছে নদনদীর পানি। প্রতিদিনই নতুন নতুন এলাকা পানিতে ডুবছে। ফসলের মাঠ ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ও সবজি চাষ। বন্যাকবলিত প্রতিটি এলাকার মানুষের দুর্যোগ বাড়ছে পাল্লা দিয়ে। বিশুদ্ধ পানির সংকট বন্যাদুর্গতদের ভোগাচ্ছে। টাঙ্গাইলের ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে। সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীভাঙনে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষ। রংপুরে লন্ডভন্ড হয়ে গেছে তিস্তার তীব্র স্রোতে গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন। দিনাজপুরে করতোয়া নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়েছে নিম্নাঞ্চল। জামালপুরের মেলান্দহেও নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যায় সিরাজগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সহস্রাধিক তাঁত কারখানা পানির নিচে। ফলে মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পানি বৃদ্ধিতে যমুনার অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। বন্যা উপদ্রুত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। প্রয়োজনীয় সহায়তা না পৌঁছায় বন্যাকবলিতদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় মোকাবিলা করেই টিকে আছে দেশের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বাধীনতার পর নানামুুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও প্রতি বছরই বন্যা দেশের বিভিন্ন এলাকার জনজীবনে বিপর্যয় ডেকে আনে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে প্রশাসনসহ সমাজের সম্পন্ন মানুষদের দাঁড়াতে হবে। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে ত্রাণকাজে। নদনদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে বন্যার অভিশাপ জেঁকে ধরে। এ থেকে রক্ষা পেতে নদনদী খননে জোর দিতে হবে। তাতে শুষ্ক মৌসুমে সেচের জন্য চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাবে। রোধ করা যাবে বন্যার গ্রাসও।
শিরোনাম
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
বন্যার করাল গ্রাস
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর