অপরাধীরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। একসময় বহুতল ভবনগুলোকে আবাসস্থল হিসেবে তুলনামূলকভাবে নিরাপদ ভাবা হতো। সেসব ভবনেও অহরহ ঘটছে ডাকাতির ঘটনা। রাজধানীর সড়কগুলো ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে প্রায় সাত মাস ধরে। জুলাই গণ অভ্যুত্থানের সব অর্জন গিলে খাচ্ছে আইনশৃঙ্খলার দুরবস্থা। দুর্ভাগ্যজনক হলেও সত্য এগুলো দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা আত্মপ্রসাদে ভুগছেন। একজন তো বলেই বসেছেন, আইনশৃৃঙ্খলার অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। কথায় বলে শুকনো কথায় চিড়ে ভিজে না। কর্তাব্যক্তিরা দাবি করলেই আইনশৃঙ্খলায় স্বস্তি আসবে, তা ভাবার কোনো যুক্তি নেই। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই অসহায় মানুষের ওপর হামলে পড়ছে দুর্বৃত্তরা। অতীতে অপরাধীরা রাতে সক্রিয় হলেও, বর্তমানে দিনদুপুরেই তারা বেপরোয়া। দুর্বৃত্তদের হামলায় ঘটছে নির্মম মৃত্যুর ঘটনা। রাস্তায় নেমে মহাসড়কে চরম নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়েছেন যানবাহনের চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বেশির ভাগ এলাকায় অভিন্ন চেহারার অপরাধীরাই দাপিয়ে বেড়াচ্ছে। কেবল পরিবর্তন হয়েছে তাদের পৃষ্ঠপোষক। অপরাধীকে অপরাধী হিসেবে না দেখলে কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণে আসবে না। গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছিনতাইয়ের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। মগবাজার ফ্লাইওভারের নিচে রাতের কোনো একসময়ে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে থামে। কয়েক সেকেন্ড পর পেছন থেকে রিকশায় আসছিলেন দুই যাত্রী। মুহূর্তেই তারা চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। প্রাণভয়ে পালিয়ে যান রিকশাচালক। নির্বিঘ্নে ছিনতাই শেষে চলে যায় দুর্বৃত্তরা। রাজধানীসহ দেশের প্রতিটি জনপদ মানুষশকুনদের কাছে জিম্মি হয়ে পড়েছে। পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতি-অপরাধ ঢাকা পড়ছে দুর্বৃত্তদের কর্মকাণ্ডে। দেশের মানুষ দুটি ব্যাপারে স্পর্শকাতর। এর একটি হলো দ্রব্যমূল্য, আরেকটি আইনশৃঙ্খলা। দুই ক্ষেত্রেই সরকার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনমনে হতাশা বাড়ছে। সরকারকে আইনশৃৃঙ্খলা রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
অপরাধীরা বেপরোয়া
আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর