স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আগে, তা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার নামে কোনো কোনো রাজনৈতিক দল আগে স্থানীয় সরকার নির্বাচনের তত্ত্ব হাজির করছে। তবে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল প্রথমেই সংসদ নির্বাচনের পক্ষে। তাদের মতে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তাতে আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত জোগানো হবে। কারণ নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে স্থানীয় পর্যায়ে শক্তিশালী অবস্থানের কারণে আওয়ামী লীগ সমর্থকরা সুবিধাজনক পর্যায়ে আসতে সক্ষম হবে। জাতীয় নির্বাচনেও তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আত্মবিশ্বাস ফিরে পাবে। অভিযোগ উঠেছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘতর করার জন্য কোনো কোনো দল আগে স্থানীয় সরকার নির্বাচনের তত্ত্ব হাজির করছে। কারণ ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব নির্বাচন সম্পন্ন করতে এক বছরেরও বেশি সময় ব্যয় হবে। ফলে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন কোনোভাবেই চলতি বছর সম্পন্ন করা সম্ভব হবে না। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চায়। স্থানীয় নির্বাচন কিংবা সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না, এমন আভাসও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা চায় বিএনপি। এ দাবিতে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ বিষয়ে ইতোমধ্যে হাইকমান্ড থেকে সর্বস্তরে নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইনজীবীদের কর্মশালায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে যত দ্রুত সম্ভব জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেওয়া। দলের মহাসচিব সাফ জানিয়ে দিয়েছেন, আগে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রশ্নই আসে না। শুধু স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ধরনের নির্বাচন হবে না। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে দ্রুত জাতীয় নির্বাচন সম্পন্ন করা সরকারের দায়িত্ব বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে কোনো ফাঁদে পা দেওয়া হবে আত্মহননের শামিল।
শিরোনাম
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
জাতীয় নির্বাচন
অযথা সময়ক্ষেপণ অনুচিত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর