বিলম্বিত বিচার ন্যায়বিচার না পাওয়ার নামান্তর। ভুক্তভোগীর আইনি ন্যায্যতা পাওয়ায় দীর্ঘসূত্রতা অন্যায়। দ্রুত সুবিচার না পাওয়া, নির্যাতিত বা ক্ষতিগ্রস্তের জন্য দুর্ভাগ্যজনক বঞ্চনা; যার দায় মূলত রাষ্ট্রের ওপর বর্তায়। আমাদের দুর্ভাগ্য যে, দেশে মামলাজট বেড়েই চলেছে। সরকার এবং সুপ্রিম কোর্টের নানা উদ্যোগেও যেন এর লাগাম টানা যাচ্ছে না। আতঙ্কিত হওয়ার মতো তথ্য হচ্ছে- বিচার বিভাগে বর্তমানে বিচারাধীন মামলা ৪৫ লাখের বেশি। গত বছরই জটের খাতায় যোগ হয়েছে প্রায় সোয়া ২ লাখ মামলা। অর্থাৎ অসংখ্য মানুষ দিনের পর দিন উকিলের পেছনে, আদালতের দরজায়-দরজায় ঘুরে পেরেশান হচ্ছে। বেশুমার সময় এবং অর্থ ব্যয় করেও মামলামুক্ত হয়ে নিরুদ্বিগ্ন জীবনে ফিরতে পারছে না। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদছে। মামলা নিষ্পত্তির তুলনায় দায়েরের সংখ্যা বেশি হওয়ায় জট বেড়ে চলেছে। একটা গতিশীল সমাজ বা প্রশাসনে এটা কিছুতেই চলতে পারে না। এ ক্ষেত্রে শক্ত হাতে রাশ টানতে হবে। মহাপরিকল্পনা করে পাহাড়প্রমাণ মামলাজট নিষ্পত্তির পদক্ষেপ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। তার জন্য বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধ প্রয়োজন। পাশাপাশি বিচারকের সংখ্যা বাড়াতে হবে। বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছেন। তার বাস্তবায়ন হলে মামলাজট নিরসনেও ভূমিকা রাখবে। স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে ৩২টি বিষয়ে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মামলাজট ছাড়াতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে অধস্তন আদালতে বিচারক সংখ্যা অন্তত ৬ হাজারে উন্নীত করার তাগিদও দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ আইন-বিশেষজ্ঞদের বিবেচনায়, বিচার বিভাগের গলার কাঁটা মামলাজট-সমস্যার সমাধানে, বার এবং বেঞ্চকে একসঙ্গে কাজ করতে হবে। বাদী-বিবাদীর সক্রিয় সহযোগিতা ও শুনানিতে সময়মতো উপস্থিতি, মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের সদিচ্ছা এবং বিচারকদের উদ্যোগ- এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টায় মামলাজট কমিয়ে আনা সম্ভব। বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের বৃহত্তর জনস্বার্থ এবং বিচার বিভাগের ভাবমূর্তি উন্নয়নে এটা জরুরি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন