প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে দৃশ্যত হতাশাই ব্যক্ত করা হয়েছে। বিএনপি আশা করেছিল, নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়া যাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে তাদের বৈঠকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, এমনটিও আশা করছিল তারা। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। স্মর্তব্য, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হবে, এমন রোডম্যাপ চেয়ে আসছিল। ভোট নিয়ে নিজেদের বক্তব্য পেশ ও সরকারের অবস্থান জানতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতা। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তাঁরা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া না হলেও বিএনপির সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাতে হেরফের হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-জনতা, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ফসল হিসেবে। এ সরকারের প্রতি বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন রয়েছে। তবে সরকারের মধ্যে থাকা কারও কারও অর্বাচীন বক্তব্য পরবর্র্তী নির্বাচন কবে হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের আরও জোরেশোরে সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বিভেদ এড়াতে যত্নবান হতে হবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই।
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নির্বাচনের ডেডলাইন
সমঝোতা প্রতিষ্ঠায় যত্নবান হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর