প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে দৃশ্যত হতাশাই ব্যক্ত করা হয়েছে। বিএনপি আশা করেছিল, নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়া যাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে তাদের বৈঠকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, এমনটিও আশা করছিল তারা। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। স্মর্তব্য, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হবে, এমন রোডম্যাপ চেয়ে আসছিল। ভোট নিয়ে নিজেদের বক্তব্য পেশ ও সরকারের অবস্থান জানতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতা। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তাঁরা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া না হলেও বিএনপির সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাতে হেরফের হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-জনতা, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ফসল হিসেবে। এ সরকারের প্রতি বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন রয়েছে। তবে সরকারের মধ্যে থাকা কারও কারও অর্বাচীন বক্তব্য পরবর্র্তী নির্বাচন কবে হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের আরও জোরেশোরে সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বিভেদ এড়াতে যত্নবান হতে হবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
নির্বাচনের ডেডলাইন
সমঝোতা প্রতিষ্ঠায় যত্নবান হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর