প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে দৃশ্যত হতাশাই ব্যক্ত করা হয়েছে। বিএনপি আশা করেছিল, নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়া যাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে তাদের বৈঠকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, এমনটিও আশা করছিল তারা। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। স্মর্তব্য, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হবে, এমন রোডম্যাপ চেয়ে আসছিল। ভোট নিয়ে নিজেদের বক্তব্য পেশ ও সরকারের অবস্থান জানতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতা। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তাঁরা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া না হলেও বিএনপির সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাতে হেরফের হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-জনতা, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ফসল হিসেবে। এ সরকারের প্রতি বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন রয়েছে। তবে সরকারের মধ্যে থাকা কারও কারও অর্বাচীন বক্তব্য পরবর্র্তী নির্বাচন কবে হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের আরও জোরেশোরে সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বিভেদ এড়াতে যত্নবান হতে হবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি