প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে দৃশ্যত হতাশাই ব্যক্ত করা হয়েছে। বিএনপি আশা করেছিল, নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়া যাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে তাদের বৈঠকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, এমনটিও আশা করছিল তারা। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। স্মর্তব্য, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হবে, এমন রোডম্যাপ চেয়ে আসছিল। ভোট নিয়ে নিজেদের বক্তব্য পেশ ও সরকারের অবস্থান জানতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতা। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তাঁরা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া না হলেও বিএনপির সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাতে হেরফের হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-জনতা, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ফসল হিসেবে। এ সরকারের প্রতি বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন রয়েছে। তবে সরকারের মধ্যে থাকা কারও কারও অর্বাচীন বক্তব্য পরবর্র্তী নির্বাচন কবে হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের আরও জোরেশোরে সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বিভেদ এড়াতে যত্নবান হতে হবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই।
শিরোনাম
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নির্বাচনের ডেডলাইন
সমঝোতা প্রতিষ্ঠায় যত্নবান হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর