প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপির পক্ষ থেকে দৃশ্যত হতাশাই ব্যক্ত করা হয়েছে। বিএনপি আশা করেছিল, নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়া যাবে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে তাদের বৈঠকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, এমনটিও আশা করছিল তারা। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। স্মর্তব্য, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হবে, এমন রোডম্যাপ চেয়ে আসছিল। ভোট নিয়ে নিজেদের বক্তব্য পেশ ও সরকারের অবস্থান জানতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতা। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তাঁরা স্পষ্ট অবস্থান জানতে চান। আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে ভোট হবে। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া না হলেও বিএনপির সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাতে হেরফের হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ছাত্র-জনতা, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ফসল হিসেবে। এ সরকারের প্রতি বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন রয়েছে। তবে সরকারের মধ্যে থাকা কারও কারও অর্বাচীন বক্তব্য পরবর্র্তী নির্বাচন কবে হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে। ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের আরও জোরেশোরে সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বিভেদ এড়াতে যত্নবান হতে হবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড