জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। শহরেই এর ১০ একর জমি এবং পুরোনো-নতুন মিলে বিশাল অবকাঠামোগত সম্পত্তি। প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি রয়েছে ২০৭ একর। কিন্তু এখনো শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে অগ্রগতি না হওয়া হতাশাজনক। এ ব্যর্থতায় সংশ্লিষ্ট সব মহলের দায় রয়েছে। গত দেড় দশকে স্বৈরাচারের অনুকম্পাপুষ্ট দলদাস প্রশাসনের দায়িত্বহীনতাও আছে। দীর্ঘদিনের সেই বঞ্চনা-ক্ষোভেরই বাঁধভাঙা প্রকাশ ঘটে বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে এই লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় উদ্ভূত পরিস্থিতি অনভিপ্রেত। সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার নিন্দনীয়। বাহিনীকে অবশ্যই আরও ধৈর্য ধরতে হতো। এসবের আগেই জবি প্রশাসন ও শিক্ষার্থী নেতাদের সঙ্গে সরকার পক্ষের ফলপ্রসূ আলোচনা হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে বিলম্বের কারণেই জল ঘোলা হয়েছে। ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে উদ্দেশ্যপ্রণোদিত চক্র। পরে অবশ্য তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়। তিনি জবি প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জনগণের যে কোনো যৌক্তিক আন্দোলনের দাবি শোনা ও সমাধানের প্রচেষ্টা সরকারের কর্তব্য। তবে সেই রাতে যমুনার সামনে তথ্য উপদেষ্টার ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা ঘটিয়ে যারা স্যাবোটাজ করার চেষ্টা করেছে- তারা ছাত্র-শিক্ষক কিংবা সরকার পক্ষ, কারোরই মিত্র নয়। এরা দুষ্কৃতকারী, মতলববাজ, পানি ঘোলা করে মাছধরা চক্রের দোসর। যমুনা অভিমুখী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন জাতিকে মর্মাহত করেছে। এ বিষয়ে সর্বশেষ সংবাদ হচ্ছে- প্রধান উপদেষ্টার বাসভবনে জবি প্রশাসন প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য আশা প্রকাশ করেন, দ্রুতই দাবিদাওয়াগুলোর সমাধান হবে। আমরাও আশাবাদী হতে চাই এই বলে যে, শুভস্য শীঘ্রম। দাবি-প্রতিবাদ-অসন্তোষে বিক্ষোভের নগরীতে পরিণত হোক রাজধানী- তা কারও কাম্য নয়।
শিরোনাম
- টিকটকের নাচের ভিডিও বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
বিক্ষোভ অবরোধ
সংযমী হতে হবে সব পক্ষকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর