জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। শহরেই এর ১০ একর জমি এবং পুরোনো-নতুন মিলে বিশাল অবকাঠামোগত সম্পত্তি। প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি রয়েছে ২০৭ একর। কিন্তু এখনো শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে অগ্রগতি না হওয়া হতাশাজনক। এ ব্যর্থতায় সংশ্লিষ্ট সব মহলের দায় রয়েছে। গত দেড় দশকে স্বৈরাচারের অনুকম্পাপুষ্ট দলদাস প্রশাসনের দায়িত্বহীনতাও আছে। দীর্ঘদিনের সেই বঞ্চনা-ক্ষোভেরই বাঁধভাঙা প্রকাশ ঘটে বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে এই লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় উদ্ভূত পরিস্থিতি অনভিপ্রেত। সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার নিন্দনীয়। বাহিনীকে অবশ্যই আরও ধৈর্য ধরতে হতো। এসবের আগেই জবি প্রশাসন ও শিক্ষার্থী নেতাদের সঙ্গে সরকার পক্ষের ফলপ্রসূ আলোচনা হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে বিলম্বের কারণেই জল ঘোলা হয়েছে। ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে উদ্দেশ্যপ্রণোদিত চক্র। পরে অবশ্য তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়। তিনি জবি প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জনগণের যে কোনো যৌক্তিক আন্দোলনের দাবি শোনা ও সমাধানের প্রচেষ্টা সরকারের কর্তব্য। তবে সেই রাতে যমুনার সামনে তথ্য উপদেষ্টার ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা ঘটিয়ে যারা স্যাবোটাজ করার চেষ্টা করেছে- তারা ছাত্র-শিক্ষক কিংবা সরকার পক্ষ, কারোরই মিত্র নয়। এরা দুষ্কৃতকারী, মতলববাজ, পানি ঘোলা করে মাছধরা চক্রের দোসর। যমুনা অভিমুখী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন জাতিকে মর্মাহত করেছে। এ বিষয়ে সর্বশেষ সংবাদ হচ্ছে- প্রধান উপদেষ্টার বাসভবনে জবি প্রশাসন প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য আশা প্রকাশ করেন, দ্রুতই দাবিদাওয়াগুলোর সমাধান হবে। আমরাও আশাবাদী হতে চাই এই বলে যে, শুভস্য শীঘ্রম। দাবি-প্রতিবাদ-অসন্তোষে বিক্ষোভের নগরীতে পরিণত হোক রাজধানী- তা কারও কাম্য নয়।
শিরোনাম
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
- বগুড়ায় অভিযানে যাওয়া ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩
বিক্ষোভ অবরোধ
সংযমী হতে হবে সব পক্ষকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর