জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। শহরেই এর ১০ একর জমি এবং পুরোনো-নতুন মিলে বিশাল অবকাঠামোগত সম্পত্তি। প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি রয়েছে ২০৭ একর। কিন্তু এখনো শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে অগ্রগতি না হওয়া হতাশাজনক। এ ব্যর্থতায় সংশ্লিষ্ট সব মহলের দায় রয়েছে। গত দেড় দশকে স্বৈরাচারের অনুকম্পাপুষ্ট দলদাস প্রশাসনের দায়িত্বহীনতাও আছে। দীর্ঘদিনের সেই বঞ্চনা-ক্ষোভেরই বাঁধভাঙা প্রকাশ ঘটে বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে এই লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় উদ্ভূত পরিস্থিতি অনভিপ্রেত। সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার নিন্দনীয়। বাহিনীকে অবশ্যই আরও ধৈর্য ধরতে হতো। এসবের আগেই জবি প্রশাসন ও শিক্ষার্থী নেতাদের সঙ্গে সরকার পক্ষের ফলপ্রসূ আলোচনা হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে বিলম্বের কারণেই জল ঘোলা হয়েছে। ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে উদ্দেশ্যপ্রণোদিত চক্র। পরে অবশ্য তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়। তিনি জবি প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জনগণের যে কোনো যৌক্তিক আন্দোলনের দাবি শোনা ও সমাধানের প্রচেষ্টা সরকারের কর্তব্য। তবে সেই রাতে যমুনার সামনে তথ্য উপদেষ্টার ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা ঘটিয়ে যারা স্যাবোটাজ করার চেষ্টা করেছে- তারা ছাত্র-শিক্ষক কিংবা সরকার পক্ষ, কারোরই মিত্র নয়। এরা দুষ্কৃতকারী, মতলববাজ, পানি ঘোলা করে মাছধরা চক্রের দোসর। যমুনা অভিমুখী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন জাতিকে মর্মাহত করেছে। এ বিষয়ে সর্বশেষ সংবাদ হচ্ছে- প্রধান উপদেষ্টার বাসভবনে জবি প্রশাসন প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য আশা প্রকাশ করেন, দ্রুতই দাবিদাওয়াগুলোর সমাধান হবে। আমরাও আশাবাদী হতে চাই এই বলে যে, শুভস্য শীঘ্রম। দাবি-প্রতিবাদ-অসন্তোষে বিক্ষোভের নগরীতে পরিণত হোক রাজধানী- তা কারও কাম্য নয়।
শিরোনাম
- কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা আমিরাতের
- আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রি ১৩ হাজার টাকায়
- রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
- লন্ডন বৈঠকে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ : আমীর খসরু
- বাবা হারালেন পিয়া জান্নাতুল
- ইসরায়েলে হামলায় আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান
- নাটোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ আটক ১৪
- বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ
- ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট : ন্যাটো প্রধান
- নেতানিয়াহুকে ‘হাঁটু গেড়ে না বসানো’ পর্যন্ত হামলা চলবে: ইরান
- ইরানের বিষয়ে এখনও কূটনীতিতে আগ্রহী ট্রাম্প: হোয়াইট হাউস
- বরগুনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি
- ঢাকার মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
- রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা
- ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তার বদলি
- ইসরায়েলের হামলার পর থেকে প্রায় ৫০০ জন নিহত : ইরান
- ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
- যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল: রিপোর্ট
- শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: দুই অভিযুক্ত চারদিনের রিমান্ডে
বিক্ষোভ অবরোধ
সংযমী হতে হবে সব পক্ষকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর