গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার রাজপথের আন্দোলনকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বললেও অত্যুক্তি হবে না। সরকারের পাশাপাশি দেশের অর্থনীতিও অভিন্ন অবস্থায় পতিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশনায়। জুলাই গণ অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী সরকারের কর্ণধাররা দেশ ছেড়ে পলায়ন অথবা আত্মগোপন করায় শূন্যস্থান পূরণে সাংবিধানিক কোনো উপায় না থাকায় সর্বোচ্চ আদালতের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সরকার গঠনের আগে দেশের এক ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সে প্রতিশ্রুতি পালনে সরকারের পক্ষে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে কথায় কথায় আন্দোলনে নামার প্রবণতার কারণে। সরকারি-বেসরকারি চাকরিজীবী, শেয়ারবাজারের বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অফিস-আদালত, কাজকর্ম ছেড়ে যেভাবে দাবি আদায়ে রাস্তায় নামছেন, তাতে সরকারকে প্রতিনিয়তই অস্থিরতায় ভুগতে হচ্ছে। বিক্ষোভ, মানববন্ধন, অনশন, অবস্থান, কলমবিরতিসহ নানান কর্মসূচিতে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের অর্থনীতি। পরিস্থিতি সামলাতে সিরিজ বৈঠক করেও সুরাহা করতে পারছে না অন্তর্বর্তী সরকার। লোকসানের ভার টানতে টানতে মাথায় হাত শিল্পোদ্যোক্তাদের। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়েও শঙ্কা বাড়ছে। রাজস্ব আদায় পরিস্থিতি খুবই খারাপ। ব্যাংক খাতে রয়েছে আস্থাহীনতা। ডিপোজিটরদের মধ্যে টাকা ফেরত না পাওয়ার আতঙ্ক তো রয়েছেই। এখনো অনেক ব্যাংক গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতি স্থিতিশীলতার দিকে যাওয়ার পথে এত দাবিদাওয়া আর আন্দোলন, মিছিল-মিটিং বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করছে। মানুষের মধ্যে বিপজ্জনকভাবে বাড়ছে অস্থিরতা। শিক্ষাঙ্গনও অস্থির হয়ে উঠছে ক্রমান্বয়ে। গণতন্ত্র ও অর্থনীতির স্বার্থে অস্থিরতার রাশ টেনে ধরতে সরকারকে সক্রিয় হতে হবে। নৈরাজ্যের প্রবণতা নিরুৎসাহিত করতে হবে জোরেশোরে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
চারদিকে অস্থিরতা
এ প্রবণতার রাশ টানতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর