অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ সালের বাজেট ঘোষণা করেছেন। আগের দেড় যুগে প্রতি বছর বাজেটের আকার শনৈ শনৈ বৃদ্ধি পেলেও এবারই প্রথম আগের বছরের চেয়ে কমেছে বরাদ্দের পরিসর। ৭ লাখ ৮০৯ হাজার ৯৯৮ কোটি টাকার ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। অনুন্নয়ন ব্যয় ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট বাস্তবায়নে সরকার অভ্যন্তরীণ ঋণ নেবে ১ লাখ ২১ হাজার কোটি টাকা। ১ লাখ ৫ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ নিয়ে বাজেটের আয়-ব্যয়ের ঘাটতি পূরণের ব্যবস্থা করা হবে। তবে গত এক বছরের অভিজ্ঞতার নিরিখে বলা যায় রাজস্ব আয়ের টার্গেট পূরণ না হলে সরকারকে ঋণের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। ঋণ করে ঘি খাও চার্বাক দর্শনের অনুসারী হিসেবে করতে হবে নিজেদের জাহির। ঘোষিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ থাকবে বলে আশা করা হয়েছে। গত এক বছর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে জনমনে। তারপরও বাজেটে বাড়েনি করমুক্ত আয়ের সীমা। আয় বাড়াতে কর কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। আইএমএফের পরামর্শের ঢেঁকি গিলতে গিয়ে বাড়াতে হবে করপোরেট কর। ব্যবসার খরচ বাড়বে এমন আশঙ্কায়ও ভুগছেন ব্যবসায়ীরা। বাজেট বলতে সাধারণ মানুষ যা বোঝে তা হলো- চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে কি না। ব্যবসাবাণিজ্য সহজ হবে কি না, সে প্রত্যাশায় ভোগেন ব্যবসায়ীরা। বাসভাড়া, বাসাভাড়াসহ জীবনযাত্রার ব্যয় কমার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা দেখতে চায় সাধারণ মানুষ। ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের কাছে জনমানুষের প্রত্যাশা বেশি। কিন্তু ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা সে প্রত্যাশার দিকে কতটা নজর দিতে পেরেছেন, তা প্রশ্নের ঊর্ধ্বে নয়। বাজেটে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার বাস্তবায়ন বিদায়ি বছরের মতো হোঁচট খাবে কি না, তা দেখার বিষয়। এ বিষয়ে সরকার সতর্ক থাকবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন