অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ সালের বাজেট ঘোষণা করেছেন। আগের দেড় যুগে প্রতি বছর বাজেটের আকার শনৈ শনৈ বৃদ্ধি পেলেও এবারই প্রথম আগের বছরের চেয়ে কমেছে বরাদ্দের পরিসর। ৭ লাখ ৮০৯ হাজার ৯৯৮ কোটি টাকার ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। অনুন্নয়ন ব্যয় ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট বাস্তবায়নে সরকার অভ্যন্তরীণ ঋণ নেবে ১ লাখ ২১ হাজার কোটি টাকা। ১ লাখ ৫ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ নিয়ে বাজেটের আয়-ব্যয়ের ঘাটতি পূরণের ব্যবস্থা করা হবে। তবে গত এক বছরের অভিজ্ঞতার নিরিখে বলা যায় রাজস্ব আয়ের টার্গেট পূরণ না হলে সরকারকে ঋণের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। ঋণ করে ঘি খাও চার্বাক দর্শনের অনুসারী হিসেবে করতে হবে নিজেদের জাহির। ঘোষিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ থাকবে বলে আশা করা হয়েছে। গত এক বছর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে জনমনে। তারপরও বাজেটে বাড়েনি করমুক্ত আয়ের সীমা। আয় বাড়াতে কর কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। আইএমএফের পরামর্শের ঢেঁকি গিলতে গিয়ে বাড়াতে হবে করপোরেট কর। ব্যবসার খরচ বাড়বে এমন আশঙ্কায়ও ভুগছেন ব্যবসায়ীরা। বাজেট বলতে সাধারণ মানুষ যা বোঝে তা হলো- চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে কি না। ব্যবসাবাণিজ্য সহজ হবে কি না, সে প্রত্যাশায় ভোগেন ব্যবসায়ীরা। বাসভাড়া, বাসাভাড়াসহ জীবনযাত্রার ব্যয় কমার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা দেখতে চায় সাধারণ মানুষ। ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের কাছে জনমানুষের প্রত্যাশা বেশি। কিন্তু ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা সে প্রত্যাশার দিকে কতটা নজর দিতে পেরেছেন, তা প্রশ্নের ঊর্ধ্বে নয়। বাজেটে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার বাস্তবায়ন বিদায়ি বছরের মতো হোঁচট খাবে কি না, তা দেখার বিষয়। এ বিষয়ে সরকার সতর্ক থাকবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি
- রাতে বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
- ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ
- টেস্ট ক্রিকেটে ১০ বছর পর ঘটলো সেই বিরল ঘটনা
- ‘ডন-৩’ সিনেমায় শাহরুখ ফিরছেন কোন চরিত্রে?
- অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ৬০ ব্রিটিশ এমপির চিঠি
- সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন অস্ট্রেলিয়ার
- বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: রিপোর্ট
- ক্লাব ফুটবলে নেই আগ্রহ, অন্য কিছুতে নজর ডাচ কোচের
- অনুপ্রেরণার আলো ছড়ালেন হৃতিক
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঋণনির্ভর বাজেট
বাস্তবায়ন নিয়ে সংশয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর