সরকারের কর্তাব্যক্তিদের গালভরা প্রতিশ্রুতিকে বুড়ো আঙুল দেখিয়ে এ বছরও কোরবানির চামড়ার বাজারে ধস নেমেছে। বিক্রি করতে না পেরে দেশের বিভিন্ন স্থানে মৌসুমি ব্যবসায়ীরা অবিক্রীত চামড়া ফেলে দিয়েছেন রাস্তার পাশে। যা দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কোরবানির চামড়া দেশের অর্থনীতির এক মূল্যবান উপাদান। মাদরাসা ও এতিমখানাগুলোর আয়ের অন্যতম উৎস দান হিসেবে পাওয়া চামড়া বিক্রির অর্থ। যারা কোরবানি দেন তারা চামড়া হয় মাদরাসাগুলোকে সরাসরি দান করেন, নতুবা বিক্রির টাকা মাদরাসা কিংবা এতিমখানায় পৌঁছে দেন। গত কয়েক বছর কোরবানির চামড়ার দামে ধস নামায় তা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে মৌসুমি ব্যবসায়ীদের সুরক্ষা, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। অন্যথায় প্রতি বছরই চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেবে। দেশের চামড়াশিল্প ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সরকার এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়া প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা, ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করে দেয়। সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা আর বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবে এর অর্ধেক মূল্যেও অনেক ব্যবসায়ী চামড়া বিক্রি করতে পারেননি। বরং ঢাকার বাইরে অনেক এলাকায় গরুর চামড়া ২০-২৫ টাকায় এবং খাসির চামড়া ৫-৭ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। চামড়ার দামে ধস নামায় মৌসুমি ব্যবসায়ীদের প্রায় সবাই তাদের পুঁজির বড় অংশ হারিয়েছেন। এ তিক্ত অভিজ্ঞতার কারণে আগামীতে কোরবানির সময় মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা হ্রাস পাবে। চামড়ার দামে নামবে আরও বেশি ধস। এ সমস্যার সমাধানে কীভাবে কোরবানির চামড়ার ন্যায্যমূল্য ও সংরক্ষণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে যুতসই কৌশল খুঁজে বের করতে হবে।
শিরোনাম
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
- এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে মাউশির নির্দেশনা
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ট্রানজিটে মার্কিন অনীহা, তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান