আট বছর আগে জেনেশুনে বিষপান করার অকল্যাণকর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল বিগত সরকার। বাধ্য হয়েছিল কথাটি এ কারণে বলা যে জাতিসংঘ আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপ অগ্রাহ্য করার ক্ষমতা হয়তো বাংলাদেশের ছিল না। সরকারের ওপর খাঁড়ার ঘা হিসেবে ভূমিকা রেখেছে পরজীবী হিসেবে চিহ্নিত একটি সম্প্রদায়ের ভূমিকা। নানামুখী চাপে বাংলাদেশ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয়। তারপর থেকে আরব্য রূপকথার সিন্দাবাদের দৈত্যের মতো সে সমস্যা চেপে আছে বাংলাদেশের ঘাড়ে। বাংলাদেশকে পশ্চিমা দেশগুলো ও তাদের শিখণ্ডী জাতিসংঘ আশ্বাস দিয়েছিল এ সমস্যার সমাধানে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। কিন্তু গত আট বছরে নানান আলোচনা ও কথাবার্তা হলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও। উল্টো দিনদিন বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন গলার কাঁটা হয়ে অবস্থান করছে বাংলাদেশে। এখনো বাংলাদেশে আসার অপেক্ষায় সীমান্তের ওপারে আছে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। তারা ঢুকেও যাচ্ছে বিভিন্নভাবে। গত আট বছরের মতোই এখনো চলছে আলোচনার নামে সাক্ষাৎ প্রহসন। রোহিঙ্গা সমস্যাকে পুঁজি করে এ অঞ্চলে আসর জমাতে চাচ্ছে একটি পরাশক্তি। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও ৪ লাখ রোহিঙ্গা। এরপরও বিভিন্ন ধাপে এসেছে আরও কয়েক লাখ। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা আছে। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমার রাজি হলেও পশ্চিমা দেশগুলোর মদতে আশ্রিতরা যেতে চাচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা। আমরা আশা করব, এ সমস্যার হাত থেকে রেহাই পেতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হবে দেশপ্রেমসুলভ পদক্ষেপ।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
আট বছরের বোঝা
রোহিঙ্গাদের ফিরে যেতে বলুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর