দেশের কর্মসংস্থানের প্রধান মাধ্যম বেসরকারি খাত। গত ১৩ মাসে এ খাতটি যে গভীর সংকটে তার সাক্ষ্যপ্রমাণ মেলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির চিত্রে। দেশের ইতিহাসে কর্মসংস্থানসংশ্লিষ্ট ওই খাতে ঋণ প্রবৃদ্ধির হার এখন সর্বনিম্নে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বেতহস্তীসদৃশ সরকারি কর্মচারী-কর্মকর্তাদের পুষছে। যাদের দ্বারা এ জাতির দুর্নীতি ছাড়া আর কোনো প্রাপ্তি আছে কি না, সন্দেহ। দেশের ব্যবসাবাণিজ্যে যে দৈন্য চলছে তার সাক্ষাৎ প্রমাণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন ২০২৫ শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৪৯ শতাংশে; যা ইতিহাসের সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচের এ প্রবৃদ্ধি রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলে প্রতীয়মান হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সেপ্টেম্বর মাসের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে উঠে এসেছে এমন নেতিবাচক চিত্র। বিশেষজ্ঞদের মতে, উচ্চ মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতে অনিশ্চয়তা, ডলার ঘাটতি এবং বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তা থাকায় উদ্যোক্তারা নতুন ঋণ নিতে আগ্রহী নন। এতে শিল্প ও ব্যবসা খাতের সম্প্রসারণ থমকে যাচ্ছে, যা কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যংকের তথ্য, চলতি অর্থবছরের আগস্ট শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৮ দশমিক ৮৮ শতাংশে। অন্যদিকে সরকারি খাতে ঋণপ্রবাহে রয়েছে বিপরীত চিত্র। জুন শেষে এই খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৯ শতাংশে, যা এক বছর আগের ৯ দশমিক ৬৬ শতাংশ থেকে অনেক বেশি। দেশের অর্থনীতি যে সুশীল সরকারের আমলে সুশীল অবস্থায় নেই তার প্রমাণ বেসরকারি খাতে ঋণপ্রবাহের নেতিবাচক চিত্র। যা সাক্ষ্য দেয় গত এক বছরে বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ার বদলে কমেছে। এই নেতিবাচক বাস্তবতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না। গত এক বছরে সরকার যে বৈদেশিক ঋণ নিয়েছে তা আগের ১৫ বছরের গড় ঋণের চেয়ে বেশি। অস্তিত্বের স্বার্থে সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ