স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা সরকারের অগ্রাধিকার বিবেচ্য। সাম্য ও ন্যায্যতার জন্য জীবন দিয়েছেন চব্বিশের শহীদরা। অন্ধত্ব-পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। এসবের বিনিময়ে যে নতুন বাংলাদেশের জন্ম, তাকে পূর্ণতা দিতে এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, নির্বাচনের বিকল্প নেই। শপথ নেওয়ার অল্প দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার সে লক্ষ্য নির্ধারণ করে। বলা হয়- সংস্কার, বিচার ও নির্বাচন তাদের মূল প্রাধান্য। সব কাজই চলছে। সংস্কার ও বিচার প্রক্রিয়া যে চলমান, তা দৃশ্যমান। গত এক বছরে এ ক্ষেত্রে হয়তো আরও অগ্রগতি হতে পারত, কিন্তু যেটুকু হয়েছে তাকেও তুচ্ছজ্ঞান করা সমীচীন হবে না। কারণ, সংস্কার ও বিচার সময়সাপেক্ষ। তুলনামূলক দ্রুত যা অনুষ্ঠান সম্ভব, সেটা নির্বাচন। জনপ্রত্যাশা অনুযায়ী সরকার ইতোমধ্যে তার রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মঞ্চে দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরকালে অংশ নেওয়া বিভিন্ন বৈঠক ও সেমিনারে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ভোট ফেব্রুয়ারিতেই এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে এবারের নির্বাচন। এজন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেশে-বিদেশে বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেভাবে চর্চিত হচ্ছে, সেখানে ষড়যন্ত্র, কূটকৌশলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নানা অসিলায় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা-প্ররোচনা অসম্ভব নয়। এসব অশুভ, অনভিপ্রেত প্রবণতা রুখে দেওয়া দেশপ্রেমী শক্তির প্রধান কর্তব্য। তার জন্য চাই ঐক্য। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ এবং গণতান্ত্রিক উত্তরণে দ্রুত নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ অপরিহার্য। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা লক্ষণীয়। এর সদ্ব্যবহার করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। যে কোনো অজুহাতেই নির্বাচন বিলম্বিত বা বিঘ্নিত করা আত্মঘাতী হবে। তাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। প্রাজ্ঞ-অভিজ্ঞ, দেশপ্রেমী রাজনৈতিক নেতৃত্ব তা কিছুতেই হতে দেবেন না- তাদের ওপর এ আস্থা রাখতে চায় জাতি।
শিরোনাম
- ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
নির্বাচন প্রস্তুতি
অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর